বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুরু হল ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব। বুধবার বর্ধমান টাউন হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি। বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ-সহ হাজির ছিলেন মধ্যপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহানির্দেশক ডক্টর বরুণ কাপুর, বিশিষ্ট তবলবাদক মল্লার ঘোষ প্রমুখরাও।
হিন্দুস্থান আর্ট এণ্ড মিউজিক সোসাইটির সম্পাদক তথা এই উৎসব কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, ভারতসংস্কৃতি উৎসবের এই প্রতিযোগিতা বর্ধমানে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বর্ধমানের এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান টাউন হল এবং বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। বর্ধমানে এই উৎসবের পর ২৩ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম, অবনীন্দ্রনাথ গ্যালারি এবং আই.সি.সি.আর. হলে অনুষ্ঠিত হবে এই উৎসবের দ্বিতীয়াংশ। সব মিলিয়ে এই উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বের ১০টি দেশের সঙ্গে ভারতের ২১ টি রাজ্যের মোট ৪৮৫৮ জন প্রতিযোগী। প্রসেনজিতবাবু জানিয়েছেন, এবছর বর্ধমানের এই অনুষ্ঠানের শেষ দিনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের ভারত সংস্কৃতি সম্মান দেওয়া হবে। এছাড়াও ৫ দিনে থাকছে ১৩৫ ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান।
Tags Bharat Sanskriti Utsab Sanskriti Utsab
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …