Breaking News

বর্ধমান টাউন হলে শুরু হ’ল ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব

The 15th Bharat Sanskriti Utsab began on Wednesday at the Burdwan Town Hall

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুরু হল ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব। বুধবার বর্ধমান টাউন হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি। বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ-সহ হাজির ছিলেন মধ্যপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহানির্দেশক ডক্টর বরুণ কাপুর, বিশিষ্ট তবলবাদক মল্লার ঘোষ প্রমুখরাও। The 15th Bharat Sanskriti Utsab began on Wednesday at the Burdwan Town Hall
হিন্দুস্থান আর্ট এণ্ড মিউজিক সোসাইটির সম্পাদক তথা এই উৎসব কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, ভারতসংস্কৃতি উৎসবের এই প্রতিযোগিতা বর্ধমানে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বর্ধমানের এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান টাউন হল এবং বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। বর্ধমানে এই উৎসবের পর ২৩ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম, অবনীন্দ্রনাথ গ্যালারি এবং আই.সি.সি.আর. হলে অনুষ্ঠিত হবে এই উৎসবের দ্বিতীয়াংশ। সব মিলিয়ে এই উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বের ১০টি দেশের সঙ্গে ভারতের ২১ টি রাজ্যের মোট ৪৮৫৮ জন প্রতিযোগী। প্রসেনজিতবাবু জানিয়েছেন, এবছর বর্ধমানের এই অনুষ্ঠানের শেষ দিনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের ভারত সংস্কৃতি সম্মান দেওয়া হবে। এছাড়াও ৫ দিনে থাকছে ১৩৫ ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান। The 15th Bharat Sanskriti Utsab began on Wednesday at the Burdwan Town Hall

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *