বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রকৃত অর্থেই জনগণের সরকার তৈরীর দাবী তুলল ষ্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল। শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগের অডিটোরিয়ামে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাকে নিয়ে সংগঠনের বর্ধমান অ্যাডমিনিষ্ট্রেটিভ জোনাল কমিটির উদ্যোগে আয়োজিত ৪৩তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। প্রায় ৮০০ প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিন বাৎসরিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে সংগঠনের চীফ রিজিওনাল সেক্রেটারী প্রবীর সরখেল জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে যাঁরা সংসদে যাবেন, তাঁরা যেন সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই লক্ষ্য নিয়েই যেন সাধারণ মানুষ তাঁদের প্রতিনিধি নির্বাচনে সামিল হন। প্রবীরবাবু জানিয়েছেন, তাঁরা চাইছেন, আসন্ন এই লোকসভা নির্বাচনে প্রকৃত অর্থেই জনগণের সরকার তৈরী হোক। যাঁরা জনগণের সুখ সুবিধা, অসুবিধার কথা ভাববে। কারণ বর্তমান সরকার জনবিরোধী সরকার। দেশের ৯০ শতাংশ মানুষ চান প্রকৃত অর্থে জনগণের সরকার তৈরী হোক। এদিন সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ব্যাঙ্ক কর্মীদের একাধিক দাবী দাওয়া এখনও কেন্দ্রীয় সরকার মানেনি। ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে দেশের প্রথম ১০ জন যাঁরা ঋণ খেলাপির তালিকায় শীর্ষে রয়েছেন তাঁদের বিরুদ্ধে সরকার কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টে তাঁদেরই ফের ঋণ মুকুব করে ঋণ দেবার মত উদ্যোগ গ্রহণ করেছে – যা ব্যাঙ্ক অফিসার্সদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার স্থগিত রেখেছে। শুভজ্যোতিবাবু এদিন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা কোনো দল বা রঙের হয়ে প্রচার করবেন না। কিন্তু এই লোকসভা নির্বাচনে তাঁরা অবশ্যই অনুঘটকের কাজ করবেন। কেন্দ্র সরকারের এই সমস্ত জনবিরোধী নীতিকে সামনে রেখে তাঁরা গ্রাম সভা করবেন। যার পাইলট প্রোজেক্টের সূচনা হবে পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে। এছাড়াও প্রতিটি সদর শহরে তাঁরা এব্যাপারে লাগাতার প্রচারাভিযান চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আগামী ৫ বছরের জন্য নির্বাচিত চীফ রিজিওনাল সেক্রেটারী তাপস দেবনাথ।
Tags Bank SBI State Bank of India State Bank of India Officers' Association
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …