Breaking News

ডিভিসি-র জলে ডুবতে পারে দামোদরের নিম্ন তীরবর্তী এলাকা, বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং

The administration warned the residents through miking that the downstream areas of Damodar may be submerged if the DVC releases water.

খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ডিভিসি ১ লক্ষ কিউসেক হারে জল ছাড়ার সিদ্ধান্তে দামোদরের নিম্ন তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে। তাই আগে থেকেই বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করলো জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী ব্লক ও পঞ্চায়েতগুলির তরফে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং।
এমনিতেই অবিরাম বৃষ্টির ভ্রুকুটি, তারই মধ্যে গত ২৫ জুলাই থেকে পর্যায় ক্রমে দামোদর নদে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। এরই মধ্যে শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক হারে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি, আর এতেই আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্ন তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে। এই শঙ্কা থেকেই নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক করতেই এই মাইকিং করা হচ্ছে বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি যাদের বাড়ি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত তাঁদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। একই সাথে গবাদি পশু ও মৎস্যজীবীদের নৌকা নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই খন্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। যদিও শনিবার রাত ৯ টা ৪৪ মিনিটে ডিভিসি সূত্রে প্রাপ্য তথ্য অনুযায়ী মাইথন এবং পাঞ্চেত থেকে ৯০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। যার ফলে কমলা সতর্কতা ঘোষণা করেছে ডিভিসি।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *