Breaking News

গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা

The agitators are again on the road in the case of continuous rape and torture of women in Purba Bardhaman district

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনায় এবার ফের আন্দোলনে নামতে চলেছেন বিভিন্ন সংস্থা। আর জি করের ঘটনা নিয়ে একদিকে যখন গোটা রাজ্য জুড়েই আন্দোলন অব্যাহত সেই সময় কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই গত ১ মাসের মধ্যে ৭টির বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বাদ গেল না ভাইফোঁটার দিনও। ভাইফোঁটা দিতে যাওয়ার পথে এক প্রৌঢ়াকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ যুবককেই গ্রেপ্তার করে মেমারী থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, রবিবার ভোরে পালসীট-আউশা রাস্তা ধরে ওই প্রৌঢ়া ভাইফোঁটা দিতে তাঁর বাবার বাড়ি যাচ্ছিলেন। রাস্তার উপর একটি কালভার্টের কাছে তাঁর পথ আটকায় দুই যুবক এবং তাঁকে জোর করে প্রথমে একটি বাঁশবাগান ও পরে রাস্তা থেকে প্রায় ৩০ মিটার দূরে একটি আলাঘরের বারান্দায় তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। প্রৌঢ়ার আর্তনাদ শুনতে পেয়ে ২ জন মৎসচাষী ঘটনাস্থলে পৌঁছাতেই একজন অভিযুক্ত সেখান থেকে চম্পট দিলেও অপরজনকে ধরে ফেলেন তাঁরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে প্রৌঢ়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেমারী হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর অপর যুবককেও আটক করে। পরে প্রৌঢ়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হবে। এদিকে বয়স্ক মহিলার সঙ্গে এই কুকর্মের কথা প্রকাশ্যে আসতেই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
অপরদিকে, শুক্রবার খাবারের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম … (নির্যাতিতার প্রতিবেশী হওয়ায় পরিচয় গোপন রাখার জন্য নাম প্রকাশ করা হলো না)। বর্ধমান থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে খাবারের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে বাড়িতে ডাকে এবং তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং কাউকে কিছু বললে তার ক্ষতি করে দেব বলে ভয় দেখায় বলে পরিবারের অভিযোগ। পরে শনিবার নাবালিকা গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় বর্ধমান থানায় এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। এরই পাশাপাশি কালীপূজার রাতে পুজো করতে গিয়ে গৃহস্থের ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক পুরোহিতের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। অভিযুক্ত পুরোহিতকে আটক করে স্থানীয়রা খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশ। এর আগে গত বুধবার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কোচিং সেন্টারের অঙ্কের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় তার আদি বাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরে থাকে। বর্ধমান শহরেই তার কোচিং সেন্টার রয়েছে। সেখান থেকে তাকে থানায় ধরে আনা হয়। অভিযোগ মেলার পর পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় এক যুবতী তাঁর সঙ্গীর সঙ্গে বর্ধমান থানা এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির পাশে কথা বলার সময় অভিযোগ, সেই সময় ৫ জন যুবক তাঁদের নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায়। যুবককে পাশের একটি ঘরে আটকে রেখে, ধৃতদের মধ্যে একজন মেয়েটিকে অন্য একটি ঘরে ধর্ষণ করে। বাকী চারজন তাকে সহযোগিতা করে। এরপরই রাতেই যুবতী বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে অভিযুক্ত ৫ যুবককে গ্রেপ্তার করে। এর আগে গত ২৬ অক্টোবর কাটোয়ায় এক ৩ বছরের নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শিশুটি চিকিৎসাধীন। এই ঘটনার পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে খণ্ডঘাষে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্বামী ধারালো বঁটির কোপ মারে স্ত্রীর শরীরে। রক্তাক্ত অবস্থায় জখম স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।
এদিকে, লাগাতার এই ঘটনার জেরে সোমবার থেকেই ফের পথে নামছে ‘মানবী – অর্ধেক আকাশ’ নামে মহিলাদের সংগঠন। সংগঠনের সদস্যা শিখা আদিত্য সরকার জানিয়েছেন, সোমবার থেকে ফের তাঁরা ‘দ্রোহের আলো’ শীর্ষক নামে পথে নামছেন। এই আন্দোলন লাগাতার চলবে। একই কথা বলেছেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। তিনি জানিয়েছেন, উৎসবের জন্য আন্দোলনে কিছুটা ভাটা পড়লেও ফের সোমবার থেকে তাঁরা জোড়ালোভাবেই আন্দোলনে নামছেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *