Breaking News

কেতুগ্রামে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে

BJP supporter murdered in Ketugram. The allegation of killing of a BJP supporter against Trinamool Congress supporters. At Pandugram village in Ketugram, Katwa

কেতুগ্রাম  (পূর্ব বর্ধমান) :-  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় বারের শপথ অনুষ্ঠানের আনন্দে ভেসে ছিলেন কেতুগ্রামের পান্ডুগ্রামের বিজেপি সমর্থকেরা। সকালে সেই আনন্দেই রাস্তায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন সুশীল মন্ডল (৫২)। অভিযোগ,  সেই সময় অতর্কিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সুশীল মন্ডলের ওপর। বুকের বাঁ দিকে কোপানো হয় তাঁকে। এই ঘটনায় আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তৃণমূল সমর্থকরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কেতুগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। BJP supporter murdered in Ketugram. The allegation of killing of a BJP supporter against Trinamool Congress supporters. At Pandugram village in Ketugram, Katwa যদিও দুই পক্ষের রাজনৈতিক পরিচয়ের সত্যতা স্বীকার করেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন সুশীল মন্ডল। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। জানান হয়েছে, রাজকুমার ঘোষের ভেড়া সুশীল মন্ডলের জমির ফসল খেয়ে নেয়। এই বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। যার পরিণতি সুশীল মন্ডলের মৃত্যু। অন্যদিকে, মোদির শপথ গ্রহণের দিনেই রক্তের হোলি খেলার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেওয়ায় কেতুগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছে। মৃতের স্ত্রী অপর্ণা মণ্ডল কেতুগ্রাম থানায় তিনজন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেও গ্রেপ্তার না হলেও অভিযুক্ত রাজকুমার ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে বলে জানাগেছে। BJP supporter murdered in Ketugram. The allegation of killing of a BJP supporter against Trinamool Congress supporters. At Pandugram village in Ketugram, Katwa

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *