বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রীয় সরকার ধানের সরকারী সহায়ক মূল্যের টাকা একলাফে ২০০ টাকা বাড়িয়ে দেওয়ায় চলতি বর্ষা মরশুমে খরিফ ধান কেনার পরিমাণ বাড়বে বলে মনে করছে প্রশাসন। আর তাই খরিফ চাষের ধান কেনার জন্য প্রস্তুতি শুরু করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তথা খাদ্য দপ্তর। মঙ্গলবার জেলা খাদ্য দপ্তরের স্থায়ী সমিতির বৈঠকের পর জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, গতবছরের লক্ষ্যমাত্রা অনুসারেই এবারেও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন। গত বোরো মরশুমে এই লক্ষ্যমাত্রার মধ্যে ২ লক্ষ ৫৬ হাজার মেট্রিক টন ধান কিনতে পেরেছিল জেলা খাদ্য দপ্তর। কিন্তু এবারের পরিস্থিতি অন্যরকম হওয়ায় আগেভাগেই কাজ শুরু করে দিল জেলা প্রশাসন। কারণ এবার কেন্দ্রীয় সরকার ধানের সহায়ক মূল্যের ১৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫০ টাকা করেছেন। যা চলতি বাজার থেকে বর্তমানে প্রায় ২০০ টাকা বেশি। ফলে স্বাভাবিকভাবেই চলতি বর্ষার চাষের পর চাষী তাঁর ধান সরকারের কাছেই বিক্রি করতে আগ্রহী হবেন বলে মনে করছেন জেলা প্রশাসন। তাই গতবারের থেকেও প্রতিটি ধানক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। যেখানে একটি কেন্দ্র ছিল সেখানে আরও একটি কেন্দ্র খোলা হচ্ছে। সভাধিপতি জানিয়েছেন, চাষীদের যাতে কোনো অবস্থাতেই হয়রানির মধ্যে পড়তে না হয় সেজন্য এদিনের বৈঠকে সমস্ত বিডিওদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিটি ক্রয় কেন্দ্রে বিডিও বা পঞ্চায়েত থেকে একটি অতিরিক্ত কর্মী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকবে বেনফেড, নাফেড প্রভৃতি সংস্থাগুলির কর্মীরাও।
Tags Agriculture Bardhaman Burdwan East Bardhaman East Burdwan farmer government subsidy price Government support price Paddy Paddy procurement Purba Bardhaman Rice কৃষক কৃষি খবর চাষ চাষী ধান পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ সরকারি সহায়ক মূল্য সরকারী সহায়ক মূল্য
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …