বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে বর্ধমানের দেওয়ানদিঘী থানার গোপালপুরে খড়ি নদীতে তলিয়ে যাওয়া আড়াই বছরের শিশু কাজী কেরাত আলী আহিলের মৃতদেহ উদ্ধার হল শনিবার সকালে। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার হিজলগড়ের বাড়ি ওই শিশুর। পূর্ব বর্ধমানের গোপালপুর ও পারহাট গ্রামের মাঝে শনিবার সকালে খড়ি নদী থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ। গত বৃহস্পতিবার মামাতো পিসতুতো দুই দাদা ভাই খড়ি নদীর তীরে খেলতে গিয়ে নদীর জলে তলিয়ে যায়। বিপর্যয় মোকাবিলা দপ্তর টিমের সদস্যরা রাতভর খোঁজ চালিয়ে শুক্রবার সকালে পারহাট গ্রামের বাঁশঝাড়ের কাছে রিয়াজ সেখের (১১) মৃতদেহ উদ্ধার করে। শনিবার পারহাট গ্রামের কাছে কাজী কেরাত আলীর মৃতদেহ ভাসতে দেখে উদ্ধারকারী দল। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
Tags Bardhaman Burdwan Drowned East Bardhaman East Burdwan Khari River Purba Bardhaman খড়ি নদী খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …