বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জমা রাখা ১ কোটি ৯৩ লক্ষাধিক টাকা হাতানোর মামলায় শেখ এনামূল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করল সিজেএম আদালত। তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আগেই আদালতে আবেদন জানিয়েছিল পুলিস। শুক্রবার সেই আবেদনের শুনানি হয়। এনামূলের আইনজীবী অতনু সরকার জামিনের সওয়ালে বলেন, অন্য একটি মামলায় আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। তার নাম এফআইআরে নেই। স্রেফ সন্দেহের বশে তাকে এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। সরকারি আইনজীবী অবশ্য আবেদনের পক্ষে জোরালো যুক্তি খাড়া করেন। সওয়াল শুনে পুলিসের আবেদন মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক। উল্লেখ্য, ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয়ের টাকা হাতানোর চেষ্টার একটি মামলায় বৃহস্পতিবার এনামূলের জামিন মঞ্জুর করেন সিজেএম।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জেলখানা মোড় শাখা থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত প্রকল্পে জমা রাখা ১ কোটি ৯৩ লক্ষ ৮৯ হাজার ৮৭৬ টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভাঙিয়ে নিয়ে তা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, স্থায়ী আমানত প্রকল্পে জমা রাখা টাকা ভাঙানোর পর তা বিশ্ববিদ্যালয়ের সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ার কথা। তা না হয়ে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা পড়ে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, জাল নথিপত্র তৈরি করে বিশ্ববিদ্যালয়ের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী জড়িত। ব্যাংকের সঙ্গে যোগসাজশ করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে থানা। ব্যাংকও এনিয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছে। সিজেএম এব্যাপারে বর্ধমান থানার আইসির রিপোর্ট তলব করেছেন।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …