বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ” বামফ্রণ্ট একতরফাভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাই ভদ্রলোকের শর্ত না মেনে এই প্রার্থী তালিকা ঘোষণা করায় আমরা দিল্লী হাইকমাণ্ডের কাছে অভিযোগ জানাচ্ছি। ” এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রীট থেকে বামফ্রণ্টের ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান জেলার মোট ৩টি আসনের একটিতেও কংগ্রেস প্রার্থীদের জন্য সিট না ছাড়ায় রীতিমত ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। সিপিএমের সঙ্গে জোট করতে গিয়ে দুই বর্ধমান থেকে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবার আশংকাও করেছেন কংগ্রেসের কর্মী–নেতৃত্বরা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ২০১৬ সালে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে রীতিমত ক্ষোভের পারদ চড়েছিল কংগ্রেসের নিচু মহলে।