গলসী (পূর্ব বর্ধমান) :- যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো গলসীর সর পলাশতলা এলাকায়। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সর গ্রামের অদূরে পলাশতলা মাঠে একটি পলাশ গাছে ওই যুগলকে নাইলন দড়িতে একই ফাঁসে ঝুলতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় গলসী থানার পুলিশ। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে মহিলার নাম পূজা মাঝি (২৬)। বাড়ি পূর্ব বর্ধমানের গাঁফুলিয়া গ্রামে। মৃত যুবকের নাম রাহুল মাজি (২৩)। বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘী থানার ভোতা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ভাতারের নিত্যানন্দপুরে পূজার বাবার বাড়ি। কাটোয়ার গাফুলিয়া পঞ্চাননতলায় তাঁর শ্বশুর বাড়ি। দুটো সন্তান রয়েছে। তিনি শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত। দুই সন্তানকে নিয়ে নিত্যানন্দপুরে বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি রাহুলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। উভয়েই বিবাহিত। এই ঘটনায় স্ত্রীর সঙ্গে রাহুলের ঝামেলাও চলছিল। কয়েকদিন আগে রাহুল ও পূজা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর এদিন তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …