বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ৪ নং শাখারীপুকুর নবোদয় সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় নিজের দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক প্রাক্তন সেনা কর্মী। শুক্রবার রাত্রি প্রায় সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় দিন পাঁচেক আগে তিনি ৪ নং শাঁখারীপুকুর নবোদয় ক্লাবের কাছে ঘরভাড়া নিয়ে আসেন। স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা তাঁর সম্পর্কে কিছু তেমন জানেনা। এদিন সন্ধ্যেবেলায় আচমকাই বন্দুকের গুলির শব্দে চমকে ওঠেন স্থানীয়রা। তাঁর ঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। নিজের দোনলা বন্দুক থুতনিতে ঠেকিয়ে তিনি টিগার টেপেন। পুলিশ ওই ব্যক্তির ব্যবহার করা একটি মোটরবাইক উদ্ধার করেছে। তা থেকে মনে করা হচ্ছে তার নাম নারায়ণচন্দ্র ঘোষ। গাড়ির রেজিষ্টেশন করা হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে। সম্ভবত সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি কোনো বেসরকারী সিকিউরিটি সংস্থায় কাজ করতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর মাকে নিয়ে এখানে ঘরভাড়া নিয়ে আসেন। কিন্তু এদিন এই ঘটনার সময় মা ছিলেন না। কেন এই আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। মৃতের পরিচয় সম্পর্কেও জানার চেষ্টা চলছে।
Tags committed suicide ex-serviceman shooting
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …