Breaking News

সোমবার থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে পূর্ব বর্ধমান জেলায়

Banglar Awas Yojana - বাংলার আবাস যোজনা - Bangla Awas Yojana

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই সোমবার থেকে টাকা ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পে। জেলা প্রশাসন সূত্রে এখবর জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় এই প্রকল্পে ৭৯ হাজার ৩০৯ জনের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। জানা গেছে, ইতিমধ্যেই এ ব্যাপারে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি রাজ্যের সরকারি প্রকল্পের টাকা গায়েবের ঘটনা প্রকাশ্যে আসার পর এবার এই প্রতারণা আটকাতে বাড়তি সতর্কতা নিয়েছে নবান্ন। রাজ্য অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত ১৬ দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। লক্ষীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো সরকারি জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের টাকা নিয়ে যাতে কোনও রকমের সমস্যা না হয় এবং উপভোক্তারা সঠিকভাবে নিজেদের অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সেই কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য অর্থ দফতরের তরফে জারিকৃত নির্দেশিকাতে বলা হয়েছে- উপভোক্তার নামের বানান যাচাই করা বাধ্যতামূলক। কাগজে কোনও আবেদন গ্রহণ করা হবে না। গোটা প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই করতে হবে। অনলাইনে দুবার করে নাম এবং অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আপলোড করতে হবে। অ্যাকাউন্ট যাচাই করবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। রাজ্যের কোনও ব্যাংকে থাকতে হবে অ্যাকাউন্ট। উপভোক্তাদের নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম না মিললে বাড়তি নজর দিতে হবে। উপভোক্তার আবেদন সংক্রান্ত আপডেট অথবা টাকা ক্রেডিট হওয়ার তথ্য নিয়মিত পৌঁছে দিতে এসএমএস অ্যালার্ট সিস্টেম চালু করা হবে। একইসঙ্গে বাংলা আবাস যোজনার বাড়ি পেতে যাতে কোনোভাবে কোনো দালালের খপ্পরে কেউ না পড়েন সেজন্য জেলা প্রশাসনকেও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, অনেক সময়ই রাজনৈতিক নেতারা গরীব, অশিক্ষিত মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করেন। এক্ষেত্রে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য ইতিমধ্যেই সাধারণ মানুষকে সচেতন করেছে জেলা প্রশাসন। বাড়ির জন্য কাউকে টাকা না দেবার আবেদন করা হয়েছে।
জেলাশাসক আয়েষা রানি এ. জানিয়েছেন, সোমবার (১৬.১২.২০২৪) থেকেই জেলার ৭৯,৩০৯ জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন। এর মধ্যে ২০২২ সালের অগ্রাধিকার তালিকার উপভোক্তারা যেমন রয়েছেন। তেমনই রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে আবেদন করা ৬২৬৬ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩১ জন উপভোক্তা। এর বাইরে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লুএল-এ নাম থাকছে ৫৪৫৬৩ জনের। আগামী ১৬-৩০ ডিসেম্বরের মধ্যে অগ্রাধিকার তালিকায় নথিভুক্ত সকল উপভোক্তার অ্যাকাউন্টেই রাজ্য সরকারের তরফে প্রদত্ত প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম কিস্তির টাকা পৌঁছানোর পর সময় মতো বাড়ির তৈরির কাজ শুরু ও শেষ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ব্যবস্থা থাকছে। এক্ষেত্রে উপভোক্তাকে সঠিক সময়ে বাড়ি তৈরির করার প্রতিশ্রুতি লিখিত আকারে দিতে হবে।

About admin

Check Also

Purba Bardhaman District Police have arrested 4 accused in connection with thefts at multiple pump houses

জল জীবন মিশনের ওয়েবসাইট থেকে ঠিকানা নিয়ে লাগাতার পাম্প হাউসে চুরির পর্দা ফাঁস, গ্রেপ্তার ৪

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী জল-জীবন মিশনের ওয়েবসাইট থেকে পাম্প হাউসের ঠিকানা নিয়ে একের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *