Breaking News

রাজ্যের মধ্যে প্রথম বর্ধমানে এল ১২৫০ মেট্রিক টন নতুন ইউরিয়া সার, কালোবাজারি ও ঘাটতি মেটার আশা

The first rake of urea arrived at Burdwan rake point from HURL's Barauni plant launched under Prime Minister's Atmanirbhar Bharat scheme

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের পাশাপাশি এবার পূর্ব বর্ধমান জেলাতেও আলুচাষীদের জন্য সুখবর নিয়ে এল “এইচ.ইউ.আর.এল.”। মঙ্গলবারই বর্ধমানে নামল এক রেক তথা ১২৫০ মেট্রিক টন ইউরিয়া সার। ফলে চলতি আলুর মরশুমে ইউরিয়া নিয়ে একদিকে ঘাটতি এবং অন্যদিকে, সার নিয়ে কালোবাজারি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর আশীষ বাড়ুই। তিনি জানিয়েছেন, এই ইউরিয়া ন্যায্যমূল্যে চাষীরা পাবেন বলে তাঁরা আশা করছেন। ফলে ইউরিয়া নিয়ে সংকটের বিষয়টি অনেকটাই মিটে যাবে। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল জানিয়েছেন, মঙ্গলবারই এই নতুন কোম্পানীর ইউরিয়া রাজ্যে প্রথম বর্ধমানে এসেছে। ২৬০ থেকে ২৬৬ টাকা বস্তা হিসাবে চাষী এই সার পাবেন বলে তাঁরা আশা করছেন। ফলে চাষীরা ভীষণভাবে উপকৃত হবেন। The first rake of urea arrived at Burdwan rake point from HURL's Barauni plant launched under Prime Minister's Atmanirbhar Bharat scheme অন্যদিকে, এইচ.ইউ.আর.এল.-এর বহরমপুরের এ্যাসিস্ট্যাণ্ট ম্যানেজার (মার্কেটিং) কৌশিক কান্তি দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন যে সমস্ত সার উৎপাদনকারী প্লাণ্টগুলি বন্ধ হয়ে গেছিল তার মধ্যে স্টেক হোল্ডার দেওয়া হয়েছে ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, কোল ইণ্ডিয়া লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড এবং ফার্টিলাইজার কর্পোরেশন অব ইণ্ডিয়াকে। এই সংস্থাগুলি মিলে তৈরী করা হয়েছে হিন্দুস্থান উর্ভারক অ্যান্ড রসায়ন লিমিটেড বা এইচ.ইউ.আর.এল.। কৌশিকবাবু জানিয়েছেন, এই সংস্থার উত্তরপ্রদেশের গৌরক্ষপুর, বিহারের বারৌনি, ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে তিনটি প্ল্যাণ্ট চালু হয়েছে। The first rake of urea arrived at Burdwan rake point from HURL's Barauni plant launched under Prime Minister's Atmanirbhar Bharat scheme তিনি জানিয়েছেন, গোটা ভারতে যে সারের প্রয়োজন হয় তার ৪০ শতাংশ সার বাইরে থেকে আমদানি করতে হয়। গোটা ভারতে ১০-১৫ লক্ষ মেট্রিক টনের ঘাটতি ছিল। সেই ঘাটতি মেটাতেই এই তিনটি প্লাণ্ট চালু করা হয়েছে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১৩ লক্ষ মেট্রিক টন ইউরিয়া ব্যবহৃত হয়। এর মধ্যে ৩-৫ লক্ষ মেট্রিক টনের ইউরিয়ার ঘাটতি থাকেই। কৌশিকবাবু জানিয়েছেন, এই ইউরিয়ায় ৪৬ শতাংশ নাইট্রোজেন রয়েছে। ফলে শিক্ষিত চাষীরা যদি এই সার ব্যবহার করলে তাঁরা উপকৃত হবেন। বিশেষত, অন্য সারের ক্ষেত্রে চাষীরা যে ট্যাগিং-এর শিকার হচ্ছিলেন এই ইউরিয়া আসায় সেই সমস্যা আর থাকবে না বলে তাঁরা আশা করছেন। কৌশিকবাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পে চালু হওয়া এইচ.ইউ.আর.এল.-এর বারাউনী প্লান্ট থেকে মঙ্গলবার প্রথম ইউরিয়া রেক খালি হয়েছে বর্ধমান রেক পয়েন্টে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বিশ্বজিৎ মন্ডল, বর্ধমান সদরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সব্যসাচী দাস, এইচ.ইউ.আর.এল.-এর চিফ ম্যানেজার মার্কেটিং সঞ্জয় কুমার প্রমুখ। The first rake of urea arrived at Burdwan rake point from HURL's Barauni plant launched under Prime Minister's Atmanirbhar Bharat scheme

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *