কালনা (পূর্ব বর্ধমান) :- প্রাক্তন গৃহ-শিক্ষকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বন্ধুদের সাথে চিৎকার করার অপরাধে ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনা শহরের বিদ্যাবাগীশ পাড়ায়। মারধোরের কারণে ছাত্রটি জ্ঞান হারিয়ে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন। ছাত্রটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মারাটা অন্যায় হয়েছে মেনে নিয়েছেন অভিযুক্ত শিক্ষক। আক্রান্ত ছাত্রের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যায়
ক্রিকেট খেলে ওই ছাত্রটি বন্ধুদের সাথে প্রাক্তন গৃহ শিক্ষক কৌশিক সরকারের কোচিং সেন্টারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় কোচিং সেন্টারের সামনে ওই ছাত্ররা চিৎকার হুল্লোড় করে। অভিযোগ, কোচিং সেন্টারের কাছে চিৎকার করায় ওই গৃহ শিক্ষক ছাত্রদের বাইক চালিয়ে ধাওয়া করেন। এক ছাত্রকে ধরে ফেলেন তিনি। কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রকে এর পরই তিনি ব্যাপক মারধোর করেন বলে অভিযোগ। গালে ও মাথায় আঘাত করায় জ্ঞান হারিয়ে রাস্তায় পরে যায় ওই ছাত্র। তাকে তার বন্ধু ও স্থানীয়রা তুলে নিয়ে যান কালনা সুপার স্পেশালিটি হসপিটালে। এরপই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রটির পরিবারের পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ করা হয়েছে। ছাত্রটি কোচিং সেন্টারের কাছে এসে চিৎকার করে অসুবিধা সৃষ্টি করছিল বলে অভিযোগ তুলে অভিযুক্ত শিক্ষক মারধোর করাটা ঠিক হয়নি বলে জানিয়েছেন।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Kalna Purba Bardhaman Student Teacher কালনা গৃহ শিক্ষক পূর্ব বর্ধমান বর্ধমান
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …