বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৯ এপ্রিল পুর্ব বর্ধমান জেলায় ভোট। তার আগে পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে নির্বাচনী সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসাবে ইএলসি মিত্র + নামে একটি অ্যাপ-এর উদ্বোধন করা হলো। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত দুটি স্বল্প দৈর্ঘ্যের এনিমেশন চিত্রের এদিন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব। জেলাশাসক বলেন, সব কাজ ছেড়ে আগে ভোট দিন, এবং গণতন্ত্রের সব চেয়ে বড় উৎসবে সামিল হন। এই বার্তাকে সাধারণ ভোটদাতাদের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার একটি অ্যাপ ও দুটি এনিমেশন চিত্রের উদ্বোধন করা হয়েছে। যে কেউ এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তিনি বলেন, ইতিমধ্যে জেলার ১৬ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম ভোটারদের এই সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিন এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী-সহ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের পর্যবেক্ষকরা। এদিনই সন্ধ্যায় বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে এই কর্মসূচির অধীনে ভোট দাতাদের সচেতন করতে একটি ফ্ল্যাশ ডান্স অনুষ্ঠানের আয়োজন করে জেলা নির্বাচন দপ্তর।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …