বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামীকাল শুক্রবার চালু হচ্ছে ম্যান্ডেলা পার্কের পার্কিং জোন। দ্বি-চক্র যানের সময় ভিত্তিক পার্কিং ফি কত হবে তা জানিয়ে দেওয়া হল। সাতটি ভাগে ভাগ করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩০ মিনিট পর্যন্ত ২ টাকা, ৪৫ মিনিট পর্যন্ত ৩ টাকা, ৪৫ মিনিট থেকে আড়াই ঘন্টা ৫ টাকা, আড়াই ঘন্টা থেকে চারঘন্টা ৭ টাকা, চারঘন্টা থেকে ৬ ঘন্টা ১০ টাকা, ৬ ঘন্টা থেকে সারাদিন ১৫ টাকা। দিনরাত্রি থাকলে দিতে হবে ২০ টাকা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হাত ধরেই নয়নয় করে দুবার এই পার্কিং জোনের উদ্বোধন হয়েছে। কিন্তু উদ্বোধন হলেও চালু হয়নি। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগামী ২৫ অক্টোবর চালু হতে চলেছে বর্ধমান শহরের কার্জন গেটের উল্টোদিকের ম্যান্ডেলা পার্কের পার্কিং। বর্ধমান শহরের বিশেষত, বিসিরোডে রাস্তার দুদিকেই গাড়ি পার্কিং করে রাখায় যানজট নিয়ে জেরবার সাধারণ মানুষ। বিসিরোডে কোনো পার্কিং জোন না থাকায় সমস্যা বেড়েই চলছিল। আর তাই কার্জন গেটের উল্টোদিকে ম্যাণ্ডেলা পার্কের জায়গায় এই পার্কিংজোন তৈরীর প্রকল্প হাতে নেয় বর্ধমান উন্নয়ন সংস্থা। এই পার্কিং এলাকা তৈরী করতে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ভূগর্ভস্থ এই পার্কিংজোনে রাখা যাবে প্রায় ১০১টি দুচাকার যান। ভূগর্ভস্থ এই পার্কিংজোনের ওপরে থাকছে ফোয়ারা, ক্যাফেটেরিয়াও। পার্কিং-এর দেওয়ালে ম্যুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা চিত্র।
এদিকে, বর্ধমান শহরের বিসি রোডকে যানজট মুক্ত করতে ব্যাবসায়ীদের সাথে বৈঠক করলেন পুলিশ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়াটার সৌভিক পাত্র, বর্ধমান থানা আইসি পিন্টু সাহা এবং বিসি রোড এলাকার ব্যবসায়ীরা। ক্রেতারা বিসি রোডের যেখানেসেখানে দুচাকার যান পার্কিং করেন। সাথে থাকে ব্যবসায়ীদের যানবাহন। ফলে রাস্তার পরিসর কমে যায়। তৈরী হয় ব্যাপক যানজট। এর সাথেই রয়েছে বেআইনিভাবে রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসা। সমস্যার মোকাবিলায় রানিগঞ্জ বাজারের জল ট্যাংক এবং কার্জনগেট চত্ত্বরের ম্যান্ডেলা পার্ক – এই দুটি জায়গায় প্রশাসনের উদ্যোগে তৈরী করা হয়েছে পার্কিং ব্যবস্থা। রানিগঞ্জ বাজার এলাকার ফ্রি পার্কিংটি আগেই চালু হলেও ম্যান্ডেলা পার্কিং জোন ২৫ অক্টোবর চালু হবে। তার আগে এদিন ব্যাবসায়ীদের সচেতন করতেই এই বৈঠক করা হয়। ব্যবসায়ীরা যাতে নির্দিষ্ট পার্কিং-এ তাঁদের যানবাহন রাখেন পাশাপাশি ক্রেতারাও যাতে সেই নির্দেশ মানেন সেই বিষয়ে এদিন জানিয়ে দেওয়া হয়। দোকানে আসা ক্রেতাদেরকেও যাতে ব্যবসায়ীরা এই বিষয়টি নিয়ে সচেতন করেন সেই বিষয়েও এদিন পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
Tags mandela park mandela park parking Mandela Park parking zone Mandela parking zone
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …