Breaking News

পূর্ব বর্ধমানে তৈরী হতে চলেছে অত্যাধুনিক সেন্ট্রাল হোষ্টেল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি ভবন ক্যাম্পাসের জায়গায় তৈরী হতে চলেছে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বাবু জগজীবন রাম হোষ্টেলের অনুকরণে অত্যাধুনিক সেন্ট্রাল হোষ্টেল। পূর্ব বর্ধমান জেলা পরিকল্পনা দপ্তরের আধিকারিক তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ পাল জানিয়েছেন, ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জমি হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই শুরু হয়ে যাবে এই অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই সেন্ট্রাল হোষ্টেলের কাজ। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অত্যাধুনিক এই সেন্ট্রাল হোষ্টেলে থাকবে ১০০টি আসন। প্রায় ১ বিঘে জমির ওপর তৈরী হতে চলেছে এই হোষ্টেল। রাজ্য সরকারের অর্থানুকূল্যে গোটা রাজ্যে মোট ৫টি জেলায় এই ধরণের মোট ৫টি হোষ্টেল তৈরীর পরিকল্পনা নিয়েছেন খোদ এই দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে এরই পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েই অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রী ও মানুষের স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হল। একদিকে যেমন অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের উন্নতি ও কল্যাণ সাধন অন্যদিকে, অনগ্রসর শ্রেণীর মানুষের স্বার্থে সরকারী বিভিন্ন চালু প্রকল্পগুলির বর্তমান হাল হকিকত জানাতে প্রতি মাসের শুরুতেই রিপোর্ট দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী প্রকল্পের কি পরিস্থিতি গোটা জেলায় তার বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে সমস্ত ব্লক স্তরের আধিকারিকদের। এছাড়াও পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদন পত্রগুলি দ্রুততার সঙ্গে গ্রহণ করা এবং এই কাজে আরও গতি আনার নির্দেশ জারী করা হয়েছে। অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হোষ্টেলগুলির পরিকাঠামো এবং পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, অনগ্রসর শ্রেণী এলাকায় যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেগুলির মধ্যে অনেক ব্লকই এখনও বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারেনি। যার মধ্যে রয়েছে বর্ধমান ১ ও ২ ব্লক, গলসী ১ ব্লক এবং রায়না ১ব্লক, আউশগ্রাম ১ ব্লক, ভাতার, কালনা ১ ও ২ ব্লক এবং মেমারী ১ ব্লক। এছাড়াও বরাদ্দকৃত অর্থের মধ্যে মঙ্গলকোট ব্লক বরাদ্দকৃত অর্থের সিংহভাগই খরচ করতে পারেনি এখনও। এব্যাপারেও সংশ্লিষ্ট ব্লকগুলিতে দ্রুত বরাদ্দকৃত অর্থ খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *