Breaking News

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের আন্দোলন অব্যাহত

The movement of doctors in Burdwan Medical College and Hospital continues

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবারও অব্যাহত থাকলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পেন ডাউন কর্মসূচি। এদিন আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন, নতুন করে আন্দোলনে বসা হয়নি। পেন ডাউন কর্ম অব্যাহতি চলছিল, চলবে। শনিবার এখান থেকে মোমবাতি মিছিলে যাওয়া হয়েছিল। রবিবার আবার বসা হয়েছে। দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্ত হাসপাতালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, কলকাতার কলেজগুলির সাথে সংহতি রেখে পেন ডাউন চলবে। কিন্তু এমারজেন্সি পরিষেবা যেমন চলছিল, তেমনই চলবে। এদিন আন্দোলনকারীরা জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররাই শুধু নয়, রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তাররাও গতকাল থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁরা বিশ্রাম নেননি। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত ডাক্তাররা আপামর সমস্ত জনসাধারণের কাছে আবেদন রাখেন, এই নৃশংস ঘটনার প্রতিবাদে সকলে সরব হোন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আর জি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে হবে শুধু তাইই নয়, তাঁদের বিরুদ্ধে জোড়ালো প্রমাণ-সহ তাঁদের নজিরবিহীন শাস্তি দিতে হবে। অন্যথায় যেভাবে আন্দোলন চলছে সেভাবেই চলবে। এদিন আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা কোনো দলের নন, কোনো দলের বিরুদ্ধেও নন। তাঁরা নিজেদের স্বার্থের সঙ্গে সকলের স্বার্থেই এই আন্দোলন করছেন। তাঁদের মুখ‌্য যে দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং আর জিকর কাণ্ডে দোষীদের নজিরবিহীন শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁরা অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন চালিয়ে যাবেন।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *