বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করা হল সোমবার বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠকে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের কাছে যে পরিসংখ্যান পাওয়া গেছে, সেখানে পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০১। এর মধ্যে ৩৫জনের ডেঙ্গুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানিয়েছেন, কমবেশি জেলার ২৩টি ব্লকেই আক্রান্তের সংখ্যা থাকলেও উল্লেখযোগ্য ভাবে আক্রান্তের সংখ্যা বেশি পূর্বস্থলী ১ ও ২ এবং কাটোয়া ১ ও ২ ব্লকেই। এছাড়াও খণ্ডঘোষ সহ অন্যান্য ব্লকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি জানিয়েছেন, ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ নিরাময়ে এদিন কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ গার্গী নাহা জানিয়েছেন, পতঙ্গবাহিত রোগ নিরাময়ের ক্ষেত্রে আশাকর্মী, ভিলেজ রিসোর্স পারসনদের যোগ করার ওপর এদিন জোড় দেওয়া হয়েছে। যেহেতু এই সমস্ত কর্মীরা প্রতিনিয়তই প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাই তাঁদের কাছ থেকেই সঠিকভাবে তথ্য পাওয়া সম্ভব। এদিনের বৈঠকেই এব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া সহ একাধিক রোগ নিরাময়ের ক্ষেত্রে গোটা জেলা জুড়েই তাঁরা ব্যাপকভাবে সচেতনতা গড়ে তুলতে খুব শীঘ্রই একটি বৈঠক ডাকা হচ্ছে।
Tags Aedes Aedes Mosquito Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Dengue Dengue fever Dengue Mosquito Dengue virus East Bardhaman East Burdwan fever Mosquito Purba Bardhaman খবর ডেঙ্গু পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …