বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসির জাগুলিপাড়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ও বোমাবাজির ঘটনায় পুলিসি হেফাজতে থাকা চারজনকে ফের হেফাজতে নেওয়া হল। ৪ দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মোল্লা খাইরুল জামাল ওরফে রাজু, বিশাল বাউড়ি, শেখ শের আলি ওরফে অপূর্ব ও মোল্লা শের শাহ ওরফে বাদশাকে শনিবার ফের সিজেএম আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নিয়ে জাগুলিপাড়ার নতুন পুকুরের ঝোপ ও মোল্লাগড় পুকুরপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৯টি বোমা উদ্ধার হয়েছে বলে আদালতে জানায় পুলিস। আরও বোমা ও অস্ত্র উদ্ধার করতে এবং ঘটনায় বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতদের আরও ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। ৪ জনকে আরও ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জাগুলিপাড়ায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট ও বোমাবাজি হয়। ঘটনায় কয়েকজন জখম হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে দু’টি মামলা রুজু করে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিস। পরেরদিন আদালতে পেশ করে খাইরুল, বিশাল, শের আলি ওরফে শের শাহকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় পুলিস। তাদের ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেয় আদালত। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ জানুয়ারি ফের আদালতে পেশের নিের্দশ দেন বিচারক।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …