Breaking News

নির্বাচনী জনসভার মঞ্চেই মহিলাকে একাধিকবার প্রণাম প্রধানমন্ত্রীর, ছবি প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রীর গুণগান নেটিজেনদের

The prime minister bowed to the woman several times on the stage of the election public meeting, the netizens praised the prime minister when the picture came out

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচনী জনসভার মঞ্চেই মহিলাকে একাধিকবার প্রণাম প্রধানমন্ত্রীর, ছবি প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রীর গুণগান নেটিজেনদের। কিন্তু ভারতের একজন বলিষ্ঠ প্রধানমন্ত্রী হঠাৎ জনসভার মঞ্চে ঝুঁকে মহিলাকে একাধিকবার প্রণাম করতে গেলেন কেন?
ঘটনা পরম্পরায় জানা যায়, চতুর্থ দফা লোকসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে শুক্রবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। এদিন ১১ টা নাগাদ তিনি জনসভার মঞ্চে উপস্থিত হন। এরপরই প্রধানমন্ত্রীকে একে একে সংবর্ধনা জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, গোপাল চট্টোপাধ্যায়, অভিজিৎ তা-সহ অন্যান্যরা। সাই কমপ্লেক্সের এই জনসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার মুখপাত্র তথা বিজেপি নেত্রী অনিন্দিতা পাল। এদিন মঞ্চে বক্তব্য রাখতে যাবেন প্রধানমন্ত্রী ঠিক তার কিছুক্ষণ আগে অনিন্দিতা পাল প্রধানমন্ত্রীকে প্রণাম করতে যান, সেই সময়ই দেখা যায় প্রধানমন্ত্রী অনিন্দিতা পালকে উদ্দেশ্য করে বলছেন “প্যার ছুনা নেহি” অর্থাৎ পা ছোঁবেন না। তারপরেই এক অদ্ভুত দৃশ্য দেখা যায় মঞ্চে। প্রধানমন্ত্রী মোদিই ঝুঁকে পালটা তিন থেকে চারবার অনিন্দিতা পালকে প্রণাম করেন। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মন ছুঁয়ে যান মোদী। The prime minister bowed to the woman several times on the stage of the election public meeting, the netizens praised the prime minister when the picture came out
এই প্রসঙ্গে অনিন্দিতা পাল জানিয়েছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং আমার বয়োজ্যেষ্ঠ -সেই অনুযায়ী আমি ওনাকে প্রণাম করতে যাই কিন্তু পালটা তিনি আমাকে প্রণাম করায় আমি কিছুটা বিব্রত বোধ করি। যদিও ভারতীয় সনাতন সংস্কৃতিতে নারী জাতির সম্মান ও সম্মান রক্ষায় আত্মবলিদান-এর ইতিহাস খুবই স্পষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সনাতনী ধর্মে বিশ্বাসী প্রধানমন্ত্রী একজন মহিলা হিসেবেই সকল নারী জাতিকে সম্মান জানিয়ে আমাকে প্রণাম করেছেন, আমার কাছে বিব্রতকর হলেও এটা তাদের কাছে সটান জবাব যারা বিজেপিকে নারী বিদ্বেষী, মোদিজি কে নারী বিদ্বেষী বলে থাকেন।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *