Breaking News

“ব্রেন স্ট্রোক ঠেকাতে নাচ খুবই উপকারী” – নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ায় জানালেন মেমারি কলেজের অধ্যক্ষ

The principal danced at the freshers welcome and annual cultural program at Memari College

মেমারি (পূর্ব বর্ধমান) :- মেমারি কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের অধ্যাপিকার গানের সঙ্গে প্রায় ২ হাজার ছাত্রছাত্রীদের সঙ্গে কোমড় দোলালেন কলেজের অধ্যক্ষ। গোটা ঘটনার সাক্ষী থাকলেন কমবেশী কলেজের প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেমারী কলেজের নবীন বরণের অধ্যক্ষের এই নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক শোরগোল। কলেজ সূত্রে জানা গেছে, এই নবীন বরণ অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ করার পাশাপাশি নাচ, গান ও আব‍ৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রিয় সামন্ত, জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় প্রমুখরাও। কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তীর এই নাচের ভিডিও ভাইরাল হলেও তাতে আমল দিতে রাজী নন খোদ অধ্যক্ষ। The principal danced at the freshers welcome and annual cultural program at Memari College তিনি জানিয়েছেন, এটা এমন কিছু ব্যাপার নয়। এর আগেও কলেজের অনুষ্ঠানে তিনি নেচেছেন। অধ্যক্ষ জানিয়েছেন, কে কী বলল তাতে তিনি কান দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীরা তাঁর হাত ধরে ডেকে নিয়ে গেছিলেন তাঁদের সঙ্গে নাচার জন্য। তিনি না গেলে প্রায় ২ হাজার ছাত্রছাত্রীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। অধ্যক্ষ জানিয়েছেন, সেই সময় কলেজেরই এক অধ্যাপিকা গান গাইছিলেন। তাঁর সেই গানের সঙ্গেই ছাত্রছাত্রীরা নাচছিল। সেই সময় তাঁকেও ডাকা হয়। তিনি ১ থেকে দেড় মিনিট তাঁদের সঙ্গে নেচেই চলে আসেন। এরফলে ছাত্র-শিক্ষক সম্পর্ক ভালো থাকল। অধ্যক্ষ জানিয়েছেন, কেবলমাত্র ছাত্রছাত্রীদের শাসন করলেই হবে না। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে তোলা দরকার। এরই পাশাপাশি তাঁর নাচার স্বপক্ষে সাফাই দিতে গিয়ে অধ্যক্ষ জানিয়েছেন, যাঁরা নাচ ও গান করেন তাঁরা সুস্থ থাকেন। চলতি সময়ে হৃদরোগ থেকে ব্রেন স্ট্রোক প্রভৃতি ঠেকাতে এই নাচ ও গান খুবই উপকারী।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *