বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ২০১৭ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা উদ্বোধনের পর সেই রাস্তা তৈরী নিয়ে দুর্নীতির অভিযোগে সোচ্চার হলেন বর্ধমান ১নং ব্লকের কালটিকুরি, হলদী গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে এই রাস্তার কাজ খতিয়ে দেখতে যান বর্ধমান জেলা পরিষদের ইঞ্জিনিয়ার প্রবীর ব্যানার্জ্জীর নেতৃত্বে একদল প্রতিনিধি। খবর পেয়ে গ্রামবাসীরা তাঁদের বেশ কয়েকঘণ্টা ঘেরাও করে রাখলেন। অবিলম্বে সঠিক গুণমানের রাস্তা তৈরীর দাবী জানান তাঁরা। একইসঙ্গে ওই কাজের বরাত পাওয়া ঠিকাদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার দাবী জানান তাঁরা সরকারী আধিকারিকদের ঘেরাও করে। পরে গ্রামবাসীদের আশ্বস্ত করার পর ঘেরাও মুক্ত হন আধিকারিকরা। গ্রামবাসীরা এদিন অভিযোগ করেছেন, ২০১৭ সালে এই রাস্তা তৈরী হয়। গ্রামবাসীদের প্রয়োজনেই বেশ কয়েকটি জায়গায় কালভার্টও নির্মাণ করে দেবার কথা। কিন্তু কাজের বরাত পাওয়া ঠিকাদার সেই সমস্ত কালভার্ট ঠিকভাবে তৈরী করেননি। এমনকি কয়েকমাস যেতে না যেতেই তাঁরা দেখতে পাচ্ছেন রাস্তার পিচ উঠে যাচ্ছে। এরপরই তাঁরা দেখতে পান রীতিমত মাটির ওপর পিচ দিয়ে রাস্তা তৈরী করা হয়েছে। রাস্তা তৈরীর ক্ষেত্রে সিডিউল মানা হয়নি। এদিকে, এদিন জেলা পরিষদের প্রতিনিধিরা ওই রাস্তার কাজ দেখতে এলে তাঁদের ঘেরাও করেন গ্রামবাসীরা। প্রায় ঘণ্টা তিনেক তাঁদের ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীদের দাবী মেনে রাস্তা পুননির্মাণ করার প্রতিশ্রুতি দিলে ঘেরাও মুক্ত হন তাঁরা। প্রবীর ব্যানার্জ্জী জানিয়েছেন, এদিন গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন সে ব্যাপারে তাঁরা খতিয়ে দেখেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারকে বিষয়টি জানিয়ে দ্রুত ঠিক করার নির্দেশ দেওয়া হবে।
Tags Bardhaman Burdwan Corruption East Bardhaman East Burdwan Purba Bardhaman Road Villagers খবর দুর্নীতি পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …