বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৫ বছরেও বারবার আবেদন জানিয়েও রাজ্য ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশনের অনুমোদন না পাওয়ায় সংকটে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২০০-এরও বেশি ব্যাডমিণ্টন খেলোয়াড়। এরইসঙ্গে পশ্চিম বর্ধমান ব্যাডমিণ্টন এ্যাসোসিয়েশনের কর্তারা নানাভাবে পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের হুমকি দিচ্ছেন বলে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার অরিন্দম বিশ্বাস। তিনি জানিয়েছেন, ২০১৭ সালে পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশন সোসাইটি রেজিষ্ট্রেশন অ্যাক্টে নথীভূক্ত হয়। তৎকালীন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের আগ্রহে জেলায় ব্যাডমিণ্টন খেলার প্রসার ঘটে। তিনি জানিয়েছেন, বর্তমানে গোটা জেলায় প্রায় ২০০ খেলোয়াড় রয়েছে। তিনি জানিয়েছেন, বর্ধমান শহরের আফতাব ক্লাব, রেলওয়ে লোকো কলোনী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়াম হল, কালনার একমি একাডেমী এবং ভাতারে মিনি ইনডোরে নিয়মিত ব্যাডমিণ্টনের প্রশিক্ষণ চলছে। কিন্তু যেহেতু পূর্ব বর্ধমান জেলার অ্যাসোসিয়েশনকে এখনও রাজ্য থেকে অনুমোদন দেওয়া হয়নি তাই বাধ্য হয়েই পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের পশ্চিম বর্ধমানের অনুকূলে খেলতে হচ্ছে। অরিন্দমবাবু এদিন জেলাশাসককে অভিযোগ করেছেন, এরই সুযোগ নিয়ে পশ্চিম বর্ধমান ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশনের এক কর্তা রীতিমত হুমকি দিচ্ছেন পূর্ব বর্ধমানের খেলোয়াড়দের। এরফলে এই জেলার খেলোয়াড়দের ভবিষ্যত সংকটে পড়ছে। খেলার প্রতি আগ্রহ হারাচ্ছে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় খেলার প্রতি আগ্রহ সৃষ্টির যে উদ্যোগ সেই উদ্যোগ মার খাচ্ছে এই জেলায়। অবিলম্বে জেলার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেবার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তিনি জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন।
Tags Badminton Badminton Association badminton players Bardhaman District Badminton Association District Badminton Association Purba Bardhaman District Badminton Association
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …