Breaking News

সরকারী সহায়ক মূল্যে ধান বিক্রির ভ্রাম্যমাণ শিবির পরিদর্শন করলেন সভাধিপতি, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা

The Sabhadhipati, District Magistrate and other officials visited the 'Mobile CPC For Purchasing Of FAQ Paddy' camp in Fagupur of Belkash Gram Panchayat area of Burdwan 1 Block.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী সহায়ক মূল্যে ধান বিক্রির ভ্রাম্যমাণ শিবির পরিদর্শন করলেন সভাধিপতি, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বুধবার বর্ধমান ১ ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ফাগুপুরে এই ভ্রাম্যমান ধান্য ক্রয় শিবির আয়োজিত হয়। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষকদের প্রায় বাড়ীর কাছে পৌঁছে ভ্রাম্যমান শিবির করে তাঁদের ধান সরকারী সহায়ক মূল্যে ক্রয় করা হচ্ছে। এই শিবিরে কৃষকদের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দ্যোগ স্বার্থক। এদিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসমাইল, বর্ধমান ১ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য্য, জেলা খাদ্য নিয়ামক অসীম নন্দী-সহ খাদ্য ও সরবরাহ দপ্তরের একাধিক আধিকারিক। The Sabhadhipati, District Magistrate and other officials visited the 'Mobile CPC For Purchasing Of FAQ Paddy' camp in Fagupur of Belkash Gram Panchayat area of Burdwan 1 Block. জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত গলসি-১, গলসি-২ , আউসগ্রাম-১, বর্ধমান-১ এবং মেমারি-২ -এই পাঁচটি ব্লকে সহায়ক মূল্যে ভ্রাম্যমাণ ধান্য ক্রয় কেন্দ্র চালু হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালু থাকবে এই ভ্রাম্যমাণ শিবিরগুলি। প্রতি ব্লকে ৫ দিনে ৫ টি জায়গায় কৃষকদের ধান বিক্রির জন্য চালু থাকবে এই ভ্রাম্যমাণ সি পি সি। কিছু দিনের মধ্যেই আরও ৩ টি ভ্রাম্যমাণ সি পি সি চালু হবে বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় এ বছরের ১৮ জানুয়ারী পর্যন্ত ৭৯ হাজার ১৩ জন কৃষকের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার ৬৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। জেলার ৪৩ টি সিপিসি, ৫ টি মোবাইল সিপিসি, ১০১ টি কো-অপরাটিভ সোসাইটি, ৭০ টি সেলফ হেল্প গ্রুপ এবং ২৫ টি এফ পি সি ও এফ পি ও-তে এসে কৃষকরা এই ধান বিক্রি করে গেছেন বলে জানিয়েছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। The Sabhadhipati, District Magistrate and other officials visited the 'Mobile CPC For Purchasing Of FAQ Paddy' camp in Fagupur of Belkash Gram Panchayat area of Burdwan 1 Block.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *