Breaking News

জানালার রড কেটে মিষ্টির দোকানে চুরি, সিসিটিভি ক্যামেরা বন্দি চোরের কান্ড

The theft of a sweet shop by cutting the window rod, The scene of the theft was recorded on the CCTV camera

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জানালার রড কেটে মিষ্টির দোকানে চুরি। সমগ্র ঘটনা বন্দি হলো সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ক্যামেরায় বন্দি ছবিতে দেখা যাচ্ছে গভীর রাতে জানালার রড কেটে এক ব্যক্তিকে দোকানের ভিতরে ঢুকতে। দেখা যাচ্ছে জানলার রড কাটা হয়েছে এমনভাবে যাতে একটা মানুষ কোনোক্রমে ঢুকতে পারে। সেখান দিয়েই কোনোরকমে ঢুকে সোজা ক্যাশবক্সের কাছে পৌঁছে যায় চোর। ক্যাশ বক্স খুলে টাকা পয়সা নিয়ে ফের জানালা দিয়েই বেড়িয়ে যাচ্ছে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়। The theft of a sweet shop by cutting the window rod, The scene of the theft was recorded on the CCTV camera
দোকানের মালিক সুব্রত রক্ষিত জানিয়েছেন, রবিবার সকালে দোকান খুলতে এসে নজরে আসে এই ঘটনা। শনিবার রাত ১ টা নাগাদ এক দুষ্কৃতী দোকানের পাশের জানালার রড কেটে দোকানে ঢোকে। ক্যাশ বাস্কে রাখা ৫০-৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মহাজন ও ছানা ব্যবসায়ীদের দেওয়ার জন্য রাখা ছিলো ওই টাকা। যেই লোহার রড কাটার ব্লেট দিয়ে কাটা হয়েছিল সেটিও ফেলে রেখে যায় দুষ্কৃতী। গোটা ঘটনাটি দোকানের সি সি টিভি ক্যামেরায় ধরা পড়েছে। দোকানের মালিক বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


Family Furniture

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *