বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুর্ঘটনায় মৃত বাসের অতিরিক্ত যাত্রীর পরিবারও ক্ষতিপূরণ পাওয়ার হকদার বলে রায় দিল মোটর দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণের আবেদনের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল। বাসের কোন যাত্রী অতিরিক্ত ছিল তা নির্ধারন করা সম্ভব নয় বলে জানাল ট্রাইব্যুনাল। বর্ধমানের দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক পার্থপ্রতিম দত্ত বাস দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ বাবদ মিটিয়ে দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণের উপর আরও ৬ শতাংশ হারে সুদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার তিনি এই নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার ১ মাসের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার জন্য বিমা সংস্থাকেনির্দেশ দিয়েছেন বিচারক।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে, সীতারাম বাউরি বাসে যাত্রা করছিলেন। বাসটি আউশগ্রাম থানার বননবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় সীতারাম গুরুতর জখম হন। পরে তিনি মারা যান। মারা যাওয়ার সময় সীতারামের বয়স ছিল ৫৩। তিনি মাসে ৯ হাজার টাকা রোজগার করতেন। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ পেতে মৃতের স্ত্রী অর্চনারাণি বাউড়ি, নাবালক ছেলে কার্তিক বাউড়ি এবং দুই মেয়ে ইন্দিরা বাউড়ি ও শোভা বাউড়ি ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার জন্য ট্রাইব্যুনালে মামলা করেন। বাসের মালিক মামলা লড়েন নি। কিন্তু, বিমা সংস্থা মামলা লড়ে। বিমা সংস্থার আইনজীবী আদালতে বলেন, চালকের লাইসেন্স ছিল না। বাসটির বিমার পলিসিও ছিল না। তাছাড়া বাসটি নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করছিল। সে কারণে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবেনা। তা নস্যাৎ করে দিয়ে বিচারক তার রায়ে মন্তব্য করেছেন, বাসের মালিক নির্দিষ্ট সিটের চেয়ে বেশি সংখ্যক যাত্রী নিতে বাধ্য হন। বাসের কোন যাত্রী অতিরিক্ত ছিল তা কিভাবে নির্ধারণ করা সম্ভব। তাছাড়া, সাধারণ মানুষের যাতায়াতের সুবন্দোবস্ত সরকার করতে পারেনি। সাধারণ মানুষ সিটে বসে যাওয়ার মতো ভাড়াও অনেক সময় দিতে পারেন না। মোটর ভেহিকেলস অ্যাক্টে বাসের অতিরিক্ত যাত্রীর ক্ষতিপূরণ পাওয়ার বিধান নেই। বাস বিক্রি করেও ক্ষতিপূরণ মেটানো সম্ভব হবেনা। তাহলে মৃতের পরিবার কিভাবে ক্ষতিপূরণ পাবে? এক্ষেত্রে দুর্ঘটনায় সীতারামের মৃত্যু হয়েছে। তার পরিবার ক্ষতিপূরণ পাওয়ার হকদার। সে কারণে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ দেওয়া হল। তবে, বিমা সংস্থা বাসের মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা উদ্ধার করতে পারবে।
Tags Accident Barddhaman Bardhaman Bus Purba Bardhaman দুর্ঘটনা বাস
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …