মেমারি (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনায় একের পর এক তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয়দের নাম উঠে আসার ঘটনায় ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে পূর্ব বর্ধমান জেলায়। বিশেষ করে যোগ্য প্রাপকদের বাদ দিয়ে একের পর এক তৃণমূল নেতাদের নামে বাড়ির অনুমোদন আসার ঘটনা ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজনীতি। ইতিমধ্যেই বিরোধী বিজেপি জোড়ালো প্রতিবাদের রাস্তায় নেমেছে। পাল্টা কেন্দ্র সরকারের সমালোচনায় মুখর হয়েছেন তৃণমূলের নেতারাও। এদিকে, মেমারী ১নং ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতার মায়ের নামে আবাস যোজনার বাড়ি অনুমোদনের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, সম্প্রতি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও নতুন করে আবাস যোজনার সার্ভে করা হয়। সেখানে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর সংসদে নতুন করে সার্ভেতে বাদ পড়েছে একাধিক নামের তালিকা। স্থানীয় বাসিন্দা সেখ নাসিরের অভিযোগ, কাঁচা বাড়িকে পাকা বাড়ি দেখিয়ে পরিকল্পিত ভাবে তালিকা থেকে একাধিক উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। একই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা বাসিরা বিবি। তিনি জানিয়েছেন, তাঁর মাটির বাড়ি। অথচ তালিকায় তাঁদের নাম নেই। এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে স্বজন পোষনের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্যের ঝাঁ চকচকে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও, তার মা অনুপমা ভট্টাচার্যের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও এব্যাপারে তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্যের মা অনুপমা ভট্টাচার্য জানিয়েছেন, যারা ওই এলাকায় সার্ভে করেছে তারা তাঁর বাড়িতে আসেননি। অনুপমাদেবীর অভিযোগ, পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকায় তাঁর নাম রেখে তাঁদের সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর দোতলা বাড়ি রয়েছে ফলে তাঁর সরকারি কোনও বাড়ির প্রয়োজন নেই। প্রকৃত অর্থে যারা যোগ্য তাদেরই বাড়ি দেওয়া হোক বলেও তিনি জানিয়েছেন। এদিকে, এই ঘটনা সম্পর্কে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, এখন চুরি ধরা পড়া গেছে বলে নাম বাদ দেওয়ার কথা বলছে। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই চোর। এটা আর একবার প্রমাণিত হল। গ্রামের গরিব মানুষের নাম নেই আবাস যোজনার তালিকায়। অথচ বিত্তশালী তৃণমূল নেতার মায়ের নাম আছে। বিজেপি প্রথম থেকেই এই অভিযোগ করে আসছিল। এখন তাদের দাবি যে সত্যি সেটা সবাই দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে আবাস যোজনার বাড়ি দেওয়ার দাবি জানান তিনি। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, ওই জন্যই তো প্রশাসন সার্ভে করছে। ভুল করে কিংবা অন্যায় ভাবে কোনও নাম তালিকায় থাকলে বাদ পড়বে। সরকার সঠিক মানুষকে বাড়ি দেবে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, গোটা জেলায় প্রায় ৪৪ হাজার মানুষের নাম বাদ দিয়েছে কেন্দ্র সরকার। যার মধ্যে কি কেউ যোগ্য ছিল না? প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন, জেলার একাধিক পঞ্চায়েত এলাকার নামই নেই ওই তালিকায়। গোটাটাই কেন্দ্র সরকারের বঞ্চনা। তিনি জানিয়েছেন, আগেও যাঁরা প্রকৃত যোগ্য তাঁদেরই বাড়ি দেওয়া হয়েছে। এবারেও যাতে যোগ্যরাই পান তারই ব্যবস্থা করা হচ্ছে। দেবু টুডু জানিয়েছেন, এরই মাঝে কোনো তৃণমূলের নেতা যদি অন্যায় করে থাকেন তাহলে দল তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে।
Tags Aawas Yojana All India Trinamool Congress Awas Yojana Bangla Aawas Yojana Bangla Awas Yojana Pradhan Mantri Aawas Yojana Pradhan Mantri Awas Yojana tmc Trinamool Trinamool Congress
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …