বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামীর মুক্তির দাবি এবং মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসানোর অভিযোগ তুলে প্রতিবাদে সোমবার বিকালে আচমকাই বর্ধমান থানার সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা এবং তাঁর আত্মীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ধমানের সরাইটিকর এলাকার বাসিন্দা ফিরদৌসি বেগম জানিয়েছেন, তাঁর স্বামী সেখ রুবেল গাড়িচালক। গাঁজা কেসে সেখ রুবেলের ৪ বছরের জেল হয়। গত শনিবারই সে ছাড়া পায় জেল থেকে। আর শনিবার রাতেই ফের তাকে গাঁজা কেসে পুলিশ গ্রেপ্তার করে। ফিরদৌসি বেগম জানিয়েছেন, পুলিশ এবং আদালত সূত্রে তাঁরা জেনেছেন তাঁর স্বামী সেখ রুবেলের কাছ থেকে নাকি পুলিশ ৪ কেজি গাঁজা পেয়েছে। সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরদৌসি বেগম অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে সম্পূর্ণ মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। জোর করে তাঁর স্বামীকে গাঁজা দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনায় সেখ রুবেলের ৭ দিনের পুলিশী হেফাজত দেওয়া হয়েছে। আর এই খবর পেয়েই এদিন বিকালে বর্ধমান থানায় এসে হাজির হন ফিরদৌসি বেগম। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সন্তান, তাঁর ২ ননদ এবং শ্বশুরও। এদিন বর্ধমান থানার সামনে এসে হাজির হয়ে তাঁরা প্রথমে এই ঘটনার বিচার চান। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির সময়ই ফিরদৌসি বেগম তাঁর হাতে থাকা নাইলনের একটি ব্যাগ থেকে একটি পেট্রোল ভর্তি জলের বোতল বার করেন। এরপরই তাঁরা সকলে চিৎকার করতে থাকেন, যদি সেখ রুবেলকে মুক্তি দেওয়া না হয় তাহলে তাঁরা সবাই গায়ে আগুন দিয়ে থানার সামনেই আত্মহত্যা করবেন। ফিরদৌসি বেগম জানিয়েছেন, তাঁর স্বামী না থাকায় তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান এবং বৃদ্ধ শ্বশুরকে নিয়ে তিনি সংসার চালাতে পারছেন না। তিনি নিজে পরিচারিকার কাজ করেও সংসার সামলাতে পারছেন না। তাই এই অবস্থায় তাঁদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এরপরই ওই পেট্রোল গায়ে ঢালতে থাকেন সকলেই। মূহূর্তের মধ্যে এই ঘটনায় সকলেই হতচকিত হয়ে পড়েন। এরই মাঝে দেশলাই জ্বালানোর উদ্যোগ নিতেই পুলিশ কার্যত ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর। হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় পেট্রোলের বোতল। এই সময় রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মহিলা পুলিশরা জোর করে তাঁদের আটক করারও চেষ্টা করেন। কিন্তু তাঁরা পুলিশের হাত থেকে ছিটকে বেড়িয়ে যান। থানার সামনে বিসিরোডে চলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, সেখ রুবেলের বিরুদ্ধে আগেও অপরাধজনিত একাধিক অভিযোগ রয়েছে। বারবার তার বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ পেয়েছে পুলিশ। এরপরই তাঁদের থানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …