বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চিকিৎসকের বাইক চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মঙ্গল দলুই। হুগলির ভদ্রেশ্বর থানা এলাকায় তার বাড়ি। বুধবার সকালে শহরের তিনকোনিয়া গুড শেড রোড এলাকা থেকে পুলিশ তাকে ধরে। বাইক চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বাইক উদ্ধারের জন্য এবং চুরিতে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতকে ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। ধৃতের ৫ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে শহরের রাণিসায়ের এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট ডাক্তার রামকৃষ্ণ বর্মন। দুর্ঘটনার জেরে তিনি কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারান। তার বাইকটি পাশে পড়েছিল। জ্ঞান ফেরার পর তিনি বাইকটি দেখতে পাননি। সেদিনই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।
Tags Barddhaman Bardhaman bike Burdwan Doctor police
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …