বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার দুপুরে বর্ধমান শহরের মনিমার্ট এলাকার একটি হোটেল থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনার পর হোটেলের ক্যাশিয়ার কাম ম্যানেজার বিকাশ চন্দ্র মণ্ডল কার্যত মুখে কুলুপ এঁটেছেন। জানা গেছে, এদিন দুপুর ১টা নাগাদ ১ ঘণ্টার জন্য ঘর ভাড়া নেন বর্ধমানের খাগড়গড় এলাকার বাসিন্দা মহম্মদ নজরুল খান। তাঁর সঙ্গে ছিলেন পায়েল বেগম (৩৬) নামে এক মহিলা। তাঁরা ১নং রুম বুক করেন। এরপর যথারীতি দুজনেই ঘরে চলে যান। বিকাশ মণ্ডল পুলিশকে জানিয়েছেন, ১ ঘণ্টা পার হওয়ার পর তিনি হোটেলের এক কর্মীকে পাঠান ওই ঘরে। সেই হোটেল কর্মীই প্রথম দেখেন ঘরে বিছানার ওপর গলায় ওড়নার ফাঁসে মৃত অবস্থায় পড়ে রয়েছেন পায়েল বেগম। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, এই ঘটনার পরই স্থানীয় এলাকার মানুষজন জানিয়েছেন, এই হোটেলটি চলে অবৈধ কারবারের জন্যই। এখানে ঘণ্টা প্রতি ঘর ভাড়া দেওয়া হয়। অবিলম্বে এই হোটেল বন্ধ করে দেওয়া উচিত বলে স্থানীয়রা এদিন দাবি জানিয়েছেন। যদিও এব্যাপারে হোটেল ম্যানেজার বিকাশ মণ্ডল মুখ খুলতে রাজী হননি। তবে তিনি স্বীকার করেছেন ঘণ্টা হিসাবেই তাঁরা ঘর ভাড়া দেন। এদিনও দুপুরের দিকে ৫ জন ঘর ভাড়া নিয়েছে বলে পুলিশকে জানিয়েছেন বিকাশবাবু। কীভাবে দিনের পর দিন এভাবে হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে পায়েল বেগমকে। খুনের পরই চম্পট দেয় তার সঙ্গী।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …