Breaking News

পরীক্ষাকেন্দ্রে ডিএলএড পরীক্ষার্থীদের নগ্ন করে চেকিং করার অভিযোগ

There is an uproar over the allegations of naked checking of DElEd candidates in the examination center

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৪ জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই ন্যক্কারজনক এবং স্কুল কর্তৃপক্ষের ‘অসভ্য’ আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল বর্ধমান। ডিএলএড-এর দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় তাঁদের শরীর পরীক্ষার নামে কার্যত উলঙ্গ করে পরীক্ষা করার মারাত্মক অভিযোগ উঠল বর্ধমানের তালিত গৌড়েশ্বর হাইস্কুলের বিরুদ্ধে। এবং এই ঘটনা স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ডিএলএডের পরীক্ষার্থীরা পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের কাছে এবং জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আর এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। শুক্রবার ডিএলএডের পরীক্ষার্থীরা জানিয়েছেন, এদিন তালিত গৌড়েশ্বর হাইস্কুলে তাঁরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢোকেন, সেই সময় তাঁদের চেকিংয়ের নামে কার্যত উলঙ্গ করা হয়। বাদ যায়নি গর্ভবতী মহিলা থেকে ঋতুকালীন মহিলারাও। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অনেক মহিলাই মানসিকভাবে ভেঙেও পড়েন। লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং জঘন্য অপরাধ। এব্যাপারে তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন। যদিও এব্যাপার কিছুই জানেন না বলে জানিয়েছেন, ওই স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ। তিনি জানিয়েছেন, তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ জানান নি। গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ সাফাই দিয়েছে, প্রাথমিক শিক্ষা দফতরের তরফে নিযুক্ত সংস্থার কর্মীরা এই চেকিং করেছে, তাই তাঁদের সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই। অপরদিকে, এই ঘটনার খবর পেয়েই স্কুল পরিদর্শককে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য। তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক। গোটা বিষয়টি খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকের পাশাপাশি তাঁরাও পৃথকভাবে তদন্ত করছেন। সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণকারী বোর্ডের কাছে এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মধুসূদনবাবু জানিয়েছেন, এরকম হয়ে থাকলে তা সভ্য সমাজের কলঙ্ক। কোনোভাবেই এই ঘটনাকে বরদাস্ত করা হবে না।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *