বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জুনিয়র ডাক্তারদের সাথে রোগীর আত্মীয়দের বচসার জেরে উত্তেজনা ছড়ালো বর্ধমান হাসপাতালে। সোমবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, একজন রোগীর সঙ্গে দশ থেকে বারোজন পরিবারের লোকজন ওয়ার্ডে ঢুকে যাচ্ছে। ফলে তাঁদের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। এনিয়ে পরিবারের লোকেদের বলতে গেলে তাঁদের সাথে বচসায় জড়িয়ে পরছেন রোগীর পরিজনেরা। তাঁদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ঘটনা ঘটার এক ঘণ্টা পরে কর্তব্যরত সিকিউরিটি ওয়ার্ডে যায়। এমনকি জুনিয়র ডাক্তারদের সাথে বচসায় জড়িয়ে পড়েন ঐ নিরাপত্তারক্ষীও। এরপরই জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার দাবিতে হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায়। হাসপাতালের নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে সরব হন রোগীর পরিবারের লোকজনদের একাংশও। মঙ্গলবার সকালেও নিরাপত্তারক্ষীদের অভব্য আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে কর্তব্যরত সিভিকদের সাথে বচসায় জড়িয়ে পরেন তাঁরা।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …