E Purba Bardhaman

রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই ‘ইন্ডিয়া’ জোটে সামিল – কার্তিক পাল

They joined the 'India' alliance because of political obligation - Kartik Pal

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই ‘ইন্ডিয়া’ জোটে সামিল হতে হয়েছে। কিন্তু তাই বলে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদলগুলির বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকলে তাঁরা আগের মতই সোচ্চার হবেন বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন সিপিআই(এমএল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল। এদিন বর্ধমানে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মধ্যে একটিমাত্র আসনের সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী সজল কুমার দে, পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, জেলা সম্পাদক সলিল দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রাণী দত্ত প্রমুখরা। এদিন কার্তিক পাল বলেন, তাঁরা রাজ্যের মধ্যে কেবলমাত্র বর্ধমান পূর্ব আসনেই প্রার্থী দিয়েছেন। কিন্তু গোটা রাজ্য জুড়েই তাঁরা বিজেপি বিরোধী প্রচার চালাবেন। ২০১৯ সালের বাম ভোট যেভাবে রামে গিয়েছিল তার যেন কোনো পুনরাবৃত্তি না হয় সেজন্যই তাঁরা প্রচার চালাবেন। অন্যদিকে, প্রখ্যাত কম্যুনিস্ট নেতা চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার এদিন জানিয়েছেন, তাঁরা দেখছেন গণ আন্দোলন ক্রমশই সংগঠিত হচ্ছে। রাষ্ট্রের দমন ও রাষ্ট্রশক্তির বিরুদ্ধে শেষ লড়াইটা সশস্ত্রভাবেই হবে এটাই তাঁদের বিশ্বাস। তিনি জানিয়েছেন, একদিকে বিজেপির বিরুদ্ধে যেমন তাঁদের লড়াই তেমনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেও তাঁরা লড়াই চালাচ্ছেন।

Exit mobile version