Breaking News

বর্ধমানে বাজ পড়ে মৃত্যু ৩, ব্যাপক ক্ষতির আশংকা

The trees in the storm broke down in the car. At Abhirampur, Ausgram - Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman (1)

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  তারে মেলা কাপড় তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুই জওয়ানের। শুক্রবার বিকালে দোলের উত্সবে যখন গোটা দেশ মাতোয়ারা সেই সময় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুদবুদের নতুনপল্লীতে। মৃতদের নাম সোমনাথ গাঙ্গুলী (২২ও অপরজন পবন হিরালালজী রাঠি (৩৭)। জানা গেছেসোমনাথের আগামী ২৬ মার্চ বায়ুসেনার কাজে যোগ দেওয়ার দিন ছিল। মৃত অপর ব্যক্তি পবন হীরালাল পানাগড় সেনাছাউনিতে ফায়ারম্যানের পদ কর্মরত ছিল। পবন হীরালাল সোমনাথদের বাড়ীতে ভাড়া ছিল। জানা গেছেএদিন বিকাল ৩ টা নাগাদ আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় বাড়ীর উঠোনে টাঙ্গানো তার থেকে জামাকাপড় তুলছিল দুজনই। কাপড় মেলার তারটি বাড়ীর একটি আম গাছ ও নারকেল গাছে বাঁধা ছিল। ওইসময় আচমকা বাজ পড়ে ওই নারকেল গাছে। বিকট শব্দে আগুন ধরে যায় গাছের গোড়ায়। তখনই বিদ্যুৎস্পষ্ট হয়ে দুজনই ছিটকে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুকুমার আঁকুড়ে জানানঘটনাস্থলের কাছেই তাঁরা হোলির রং খেলছিলেন। আচমকা বাজের আওয়াজ শুনতেই দেখতে পান দুজনে ছিটকে পড়ল। চারদিক আলোয় ভরে যায়। এরপরই তাঁরা ছুটে যান। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে গলসীর পুরষা ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। রংয়ের উৎসবে এরকম মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকেএদিন আচমকা এই ঝড় বৃষ্টিতে মন্তেশ্বরের বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের সাহজাদপুরের বাসিন্দা সুবল ঘোষ (৬৫নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই সময় তিনি একটি জলাশয়ে মোষকে স্নান করাচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। The trees in the storm broke down in the car. At Abhirampur, Ausgram - Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman (1) এরই পাশাপাশি এদিন এই ঝড় বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে চলতি বোরো চাষে। ঝড়ের দাপটে বোরো ধান জমিতে মিশে গেছে জায়গায় জায়গায়। এখনও জেলার বেশ কিছু প্রান্তে নাবী আলু চাষের জমিতে আলু থাকায় সেই আলুরও ক্ষতি হওয়ার সম্ভাবনা। ঝড়ের দাপটে এদিন মশাগ্রাম এবং পাল্লারোডের মাঝে পূর্ব রেলের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে বলে জানা গেছে। অপরদিকেঅল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মারুতি চালক। আউশগ্রামের অভিরামপুর মাঠপাড়ায় একটি বড় গাছের নিচে তিনি মারুতি গাড়ি রেখে বাড়িতে ছিলেন। ঝড়ের দাপটে আচমকাই বিশালাকার গাছটি উপড়ে পড়ে মারুতি গাড়ির ওপর। ঘটনার সময় মারুতি গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর নেই।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *