Breaking News

পারিবারিক বিবাদের জেরে মারপিট, বাস ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দু’পক্ষের তিনজন

Three persons from both parties have been arrested in the case of assault and car vandalism due to family dispute.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসি থানার মহড়া গ্রামে পারিবারিক বিবাদের জেরে মারপিট, বাস ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দু’পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অমর চৌধুরি, অনির্বাণ চৌধুরি ও বিশ্বজিৎ চৌধুরি। অমর ও অনির্বাণ সম্পর্কে দাদা-ভাই। সোমবার রাতে বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযোগের ভিত্তিতে দু’টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে একটি জামিনযোগ্য। ধৃতদের মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় বিশ্বজিতের জামিন মঞ্জুর করেন সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। নমিতা চৌধুরি লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার রাত ১১টা নাগাদ তিনি ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন। সেই সময় অমর, অনির্বাণ সহ কয়েকজন জোর করে বাড়িতে ঢুকে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। চুলের মুঠি ধরে তাঁকে আছড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। রডের ঘায়ে তাঁর মাথা ফাটে। তাঁকে বাঁচাতে এসে স্বামীও মার খান। বাড়ির সামনে দাঁড় করানো তাঁর স্বামীর বাসটি ভাঙচুর করা হয়। অন্যের একটি চারচাকা গাড়িতেও ভাঙচুর করা হয়। তাঁদের বাঁচাতে আসা আরও দু’জন মার খান। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে আদড়াহাটি হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে অসীমা চৌধুরির অভিযোগ, ঘটনার দিন তিনি ও তাঁর বৌমা বাড়িতে শুয়েছিলেন। সেই সময় তাঁর আত্মীয় বিশ্বজিৎ সহ কয়েকজন বাড়িতে ঢুকে তাঁদের মারধর করে। জিনিসপত্র ভাঙচুর করে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *