বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিহারের ভাবুয়া এবং রাজারাপ্পা থেকে প্রায় ১৪ জনের একটি তীর্থযাত্রীর দল হুগলীর তারকেশ্বর থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল ৩ জনের। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এদিন সন্ধ্যে পর্যন্ত মৃতদেহ পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তারকেশ্বর থেকে বিহারের রাজারাপ্পা ফিরছিল ছোট ম্যাটাডোরটি। দ্রুত গতিতে যাবার সময় বর্ধমান শহরের ২ নং জাতীয় সড়কের গোদা বাইপাশের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশও হাজির হয়ে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের ১১ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ার জন্য এবং দ্রুত গতিতে যাবার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …