বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মহিলা পাচারে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকালে ৩জনকে ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বর্ধমানের বিজয়রাম এলাকার বাসিন্দারা। বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৩ মাস আগে বিজয়রামের এক গৃহবধু আচমকাই নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি। এরপর সম্প্রতি ওই গৃহবধু তাঁর স্বামীকে ফোনে জানান, তাঁকে বিহারে একটি নাচের গ্রুপে জোড় করে আটকে রাখা হয়েছে। তার ওপর অত্যাচার চালানো হচ্ছে। কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হচ্ছে না। এরপরই ওই মহিলার স্বামী ফোনে যোগাযোগ করেন নারীপাচার চক্রের সঙ্গে। কমিশনের বিনিময়ে তিনি আরও কয়েকটি মেয়েকে পাঠাবেন বলে টোপ দেন। আর তারপরিপ্রেক্ষিতেই বিহারের ছাপড়ার বাসিন্দা রাজীব সিংহ তার এক ভাগ্নেকে সঙ্গে নিয়ে আসেন নৈহাটির মোমিন পাড়ায় তার শ্বশুরবাড়িতে। এরপর রাজীব সিংহ যোগাযোগ করেন নৈহাটির মেঘনামোড়ের বাসিন্দা মণ্টু আনসারীর সঙ্গে। পরিকল্পনামাফিক ওই গৃহবধুর স্বামী নৈহাটিতে গিয়ে ওই তিনজনকে সঙ্গে নিয়ে বিজয়রামে ফিরে আসেন। আর তারপরেই ওই গৃহবধূর হদিশ পেতে তাদের তাদের আটকে রেখে চলে জিজ্ঞাসাবাদ। বেধড়ক মারধরও করা হয় তাদের। পরে বর্ধমান থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। যদিও ধৃতরা জানিয়েছেন, তাঁরা এই ধরণের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।