বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যাঁরা গেছিল তাঁরা একের পর এক ফিরে আসছে তৃণমূলে। বাংলায় মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে জেগে উঠেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের সগড়াই থেকে সেহারাবাজার পর্যন্ত ২১ জুলাইয়ের সমর্থনে জনসংযোগ পদযাত্রায় সামিল হয়ে এভাবেই কর্মীদের উজ্জীবিত করে গেলেন রাজ্যের পরিবহণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেহারাবাজার মোড়ে পদযাত্রা শেষ হবার পর সংক্ষিপ্ত ভাষণে শুভেন্দুবাবু বিজেপির বিরুদ্ধে শ্লোগান তোলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন, দক্ষিণ দামোদরের রায়না ও খণ্ডঘোষ বিধানসভায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কর্মীদের আশংকিত হবার কোনো কারণ নেই।
উল্লেখ্য, এদিন সগড়াই মোড় থেকে পদযাত্রা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বৃষ্টি নামে। কার্যত বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন পদযাত্রায় সামিল হন কাতারে কাতারে তৃণমূল নেতা–কর্মীরা। হাজির ছিলেন জেলার বেশ কয়েকজন বিধায়ক, জেলা নেতৃত্ব ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য জেলা পরিষদের সদস্যরাও।
Tags tmc Trinamool Congress
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …