Breaking News

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকে তৃণমূলের বিক্ষোভ, কালো পতাকা

Trinamool Congress supporters protest by showing black flags to BJP state president Dilip Ghosh. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পুলিশের সামনেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লক্ষ্য করে তৃণমূলের গো ব্যাক ধ্বনি এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল বর্ধমান শহরে। শুধু তাইই নয়, তৃণমূলের নেতারা সরাসরি জানিয়ে দিলেন দিলীপবাবু যেখানেই যাবেন সেখানেই তৃণমূল কংগ্রেস তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাবে। শনিবার বর্ধমানের লায়ন্স ক্লাবে দলীয় সংগঠনের নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিজেপির দলীয় আভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। Trinamool Congress supporters protest by showing black flags to BJP state president Dilip Ghosh. At Burdwan Town বৈঠকে ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্রজিৎ সিং অহলুবালিয়া, জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরাও। এদিন বর্ধমানের গুডসেড রোডে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি সমর্থকদের মিছিল ঢুকতেই গুডসেড রোডের মুখে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে আগে থেকেই জমায়েত করা তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ ঘোষের উদ্দেশ্যে গোব্যাক ধ্বনি দিতে থাকেন। দেখাতে থাকেন কালো পতাকাও। Trinamool Congress supporters protest by showing black flags to BJP state president Dilip Ghosh. At Burdwan Town এদিন দুপুর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হতে থাকায় মোতায়েন করা হয়ে্ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা এদিন দিলীপ ঘোষ ঢোকার মুখে শ্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপির সমর্থকরাও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পাল্টা শ্লোগান দিতে থাকে। এদিকে, দলীয় সভা সেরে দিলীপবাবু যখন ফিরে যান সেই সময় ফের একই জায়গায় তাঁর গাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রব তাঁর গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফের তাঁকে কালো পতাকা দেখানো হয়। এই সময় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের শ্লোগান পাল্টা শ্লোগানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। Trinamool Congress supporters protest by showing black flags to BJP state president Dilip Ghosh. At Burdwan Town বিশাল পুলিশ বাহিনী দুপক্ষকে সরিয়ে দিয়ে দিলীপবাবুকে যাবার পথ করে দেয়। দিলীপবাবু চলে যেতেই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশী নিষ্ক্রিয়তার প্রতিবাদে পার্কাস রোডের মোড়ে রাস্তা অবরোধ করে বসে পড়েন। পরে পুলিশ তাদের অবরোধ তুলে দেয়। এদিকে, বারবার দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় এদিন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওরা ওদের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি। তিনি বলেন, বিজেপির কাছে সবরকমের ভাষা আছে। তাঁরা চাইলে সঙ্গে সঙ্গেই ওদের কয়েকজনকে হাসপাতালে পাঠাতে পারতেন। Trinamool Congress supporters protest by showing black flags to BJP state president Dilip Ghosh. At Burdwan Town কিন্তু তাঁরা তা করেননি। পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় এবং পুলিশ আগা্ম সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় দিলীপবাবু বলেন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গেছে। তবুও তাঁরা আশা করেন পুলিশ নিরপেক্ষ কাজ করবেন। দিলীপ ঘোষ এদিন বলে্ন, বাজারের মধ্যে হাতি গেলে কুকুর চিত্কার করে। ওদের কুকুরের মত করেই মারা হবে। এদিকে, দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো এবং তাঁর বিরুদ্ধে গো ব্যাক শ্লোগান দেওয়া নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রব, সোমশুভ্র রায় প্রমুখরা জানিয়েছেন, দিলীপ ঘোষ প্রতিনিয়তই গোটা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন। তাই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানে হয়েছে। এমনকি তিনি যেখানে যাবেন সেখানেই তৃণমূল কর্মীরা এই বিক্ষোভ দেখাবেন।

BJP state president Dilip Ghosh at the Organizational Elections Training. At Burdwan Town BJP state president Dilip Ghosh & MP Surinderjeet Singh Ahluwalia at the Organizational Elections Training. At Burdwan Town BJP state president Dilip Ghosh at the Organizational Elections Training. At Burdwan Town

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *