বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পুলিশের সামনেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লক্ষ্য করে তৃণমূলের গো ব্যাক ধ্বনি এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল বর্ধমান শহরে। শুধু তাইই নয়, তৃণমূলের নেতারা সরাসরি জানিয়ে দিলেন দিলীপবাবু যেখানেই যাবেন সেখানেই তৃণমূল কংগ্রেস তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাবে। শনিবার বর্ধমানের লায়ন্স ক্লাবে দলীয় সংগঠনের নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিজেপির দলীয় আভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্রজিৎ সিং অহলুবালিয়া, জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরাও। এদিন বর্ধমানের গুডসেড রোডে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি সমর্থকদের মিছিল ঢুকতেই গুডসেড রোডের মুখে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে আগে থেকেই জমায়েত করা তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ ঘোষের উদ্দেশ্যে গোব্যাক ধ্বনি দিতে থাকেন। দেখাতে থাকেন কালো পতাকাও। এদিন দুপুর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হতে থাকায় মোতায়েন করা হয়ে্ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা এদিন দিলীপ ঘোষ ঢোকার মুখে শ্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপির সমর্থকরাও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পাল্টা শ্লোগান দিতে থাকে। এদিকে, দলীয় সভা সেরে দিলীপবাবু যখন ফিরে যান সেই সময় ফের একই জায়গায় তাঁর গাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রব তাঁর গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফের তাঁকে কালো পতাকা দেখানো হয়। এই সময় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের শ্লোগান পাল্টা শ্লোগানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী দুপক্ষকে সরিয়ে দিয়ে দিলীপবাবুকে যাবার পথ করে দেয়। দিলীপবাবু চলে যেতেই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশী নিষ্ক্রিয়তার প্রতিবাদে পার্কাস রোডের মোড়ে রাস্তা অবরোধ করে বসে পড়েন। পরে পুলিশ তাদের অবরোধ তুলে দেয়। এদিকে, বারবার দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় এদিন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওরা ওদের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি। তিনি বলেন, বিজেপির কাছে সবরকমের ভাষা আছে। তাঁরা চাইলে সঙ্গে সঙ্গেই ওদের কয়েকজনকে হাসপাতালে পাঠাতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি। পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় এবং পুলিশ আগা্ম সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় দিলীপবাবু বলেন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গেছে। তবুও তাঁরা আশা করেন পুলিশ নিরপেক্ষ কাজ করবেন। দিলীপ ঘোষ এদিন বলে্ন, বাজারের মধ্যে হাতি গেলে কুকুর চিত্কার করে। ওদের কুকুরের মত করেই মারা হবে। এদিকে, দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো এবং তাঁর বিরুদ্ধে গো ব্যাক শ্লোগান দেওয়া নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রব, সোমশুভ্র রায় প্রমুখরা জানিয়েছেন, দিলীপ ঘোষ প্রতিনিয়তই গোটা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন। তাই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানে হয়েছে। এমনকি তিনি যেখানে যাবেন সেখানেই তৃণমূল কর্মীরা এই বিক্ষোভ দেখাবেন।
Tags BJP BJP Dilip Ghosh BJP president Dilip Ghosh BJP state president Dilip Ghosh black flag black flags Dilip Ghosh MP Dilip Ghosh showing black flag showing black flags tmc Trinamool Congress
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …