বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “নোটবন্দীর পলিসিটাই ভুল ছিল। তাই এর বিচার রাজনৈতিক ভাবেই হবে। আদালত এই বিচার করতে পারে না। আদালত দেখেছে নোটবন্দীর পলিসি তৈরীর ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। বেনিয়ম না পাওয়ায় আজ সুপ্রীম কোর্ট জানিয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। নোট বন্দি নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কোনো ত্রুটি নেই। কিন্তু আদতেই এই নোটবন্দীর সিদ্ধান্তটাই ছিল ভুল। এরজন্য যা ক্ষতি হয়েছে তার বিচার রাজনৈতিকভাবেই করা হবে।” সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত সিপিআইএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্মরণসভায় ‘আজকের ভারত ও এ রাজ্য – আমাদের দায়িত্ব’ শীর্ষক স্মারক বক্তৃতায় অংশ নিতে এসে এই কথা জানিয়ে গেলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত। এদিন সংস্কৃতি লোকমঞ্চের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, জেলা কমিটির সদস্য অমল হালদার, অচিন্ত্য মল্লিক, জেলা সম্পাদক সৈয়দ হোসেন, জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, প্রয়াত নিরুপম সেনের স্ত্রী চন্দ্রাবলী সেন প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে, ফের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস বা অন্য কারো সঙ্গে সিপিএমের জোট নিয়ে সাফ কিছু জানালেন না প্রকাশ কারাত। তিনি বলেন, এই বিষয়টি আঞ্চলিক স্তরেই ঠিক হবে। এক এক জায়গার পরিস্থিতি এক এক রকমের। ফলে সেখানকার নেতৃত্বরাই এটা ঠিক করবেন। অন্যদিকে, প্রকাশ কারাত এদিন বলেন, গতবার পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। এবারে তা হবে না। এবারে তাঁরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। এজন্য তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগকে আরও বাড়াচ্ছেন। আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছেন। এদিন প্রায় এক ঘণ্টা ৬ মিনিটের দীর্ঘ বক্তৃতায় প্রকাশ কারাত বারবার বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে সরব হয়েছেন। তিনি এদিন বলেন, গত প্রায় সাড়ে আট বছর ধরে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের পিছনে রয়েছে আরএসএস। যাদের মূল লক্ষ্য হিন্দু রাষ্ট্র। সেজন্য তারা সমস্ত ক্ষেত্রেই হিন্দুত্বের তাস খেলছে। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার চরিত্রকে বদলে দিচ্ছে। দেশের পুঁজিপতি আর ভূস্বামীরাই বিজেপি আরএসএসের মূল আর্থিক শক্তি। প্রকাশ কারাত এদিন বলেন, এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে যারা পারে তারা ভাবছে বিজেপিকে ঠেকাতে তাদের আরও বড় হিন্দু হতে হবে। আর এজন্যই সদ্য বিধানসভার নির্বাচনে আপের প্রচারে উত্তরুপ্রদেশে গিয়ে কেজরিওয়াল হিন্দুত্বের তাস খেলেছে। পিছিয়ে নেই কংগ্রেসও। প্রকাশ কারাত এদিন বলেন, সবার আগে উদারনীতিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল সবার বিরুদ্ধেই একজোট হয়ে লড়তে হবে। এজন্য আঞ্চলিক ক্ষেত্রে থাকা অ-বাম বা বিজেপি বিরোধীদের এককাট্টা করতে হবে। কিষাণ ও শ্রমিক আন্দোলনকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। দরকার হলে একটা ফেডেরাল ইউনাইটেড ফ্রণ্ট তৈরী করতে হবে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, তিনি সরাসরি কখনই বিজেপি করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ কারাত এব্যাপারে বলেন, উনি তো বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। এমনকি উনি যে ধরণের সিদ্ধান্ত নিয়ে সরকার চালাচ্ছেন তাতে বিজেপির-ই লাভ হচ্ছে। উল্লখ্য, এদিন সংস্কৃতি লোকমঞ্চে স্মারক বক্তৃতার আগে পার্কাস রোডে সি পি আই এম-এর জেলা কার্যালয়ে “নিরুপম সেন সভাকক্ষ”-র উদ্বোধন করেন প্রকাশ কারাত।
Tags CPI(M) CPI(M) Politburo CPI(M) Politburo Member Prakash Karat CPI(M) Prakash Karat Demonetisation Demonetisation Supreme Court verdict Demonetisation Verdict demonetise Nirupam Sen Politburo Politburo Member Prakash Karat Prakash Karat Supreme Court Supreme Court verdict verdict
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …