কাটোয়া (পূর্ব বর্ধমান) :- ১০ মার্চ ব্রিগেডে হতে চলা জনগর্জন সভার সমর্থনে কাটোয়ায় জোড়া সভা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেনিয়ার দল বিজেপি কোন প্রতিশ্রুতি রক্ষা করেন নি বলে নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে বাংলার ন্যায্য পাওনা অর্থ আটকে রেখে বাংলাকে বঞ্চিত করেছেন। এ রাজ্যে এসে সভায় যা বলছেন তার কোনও ভিত্তি নেই বলে জানান তিনি। আরও বলেন, রাজ্য পুলিশ আইনের শাসন মেনেই সন্দেশখালির ঘটনায় মানুষের স্বার্থ রক্ষার্থে শাহজাহান সেখ ও তার সঙ্গীদের গ্রেপ্তার করেছে। শনিবার কাটোয়ার মাখালতোড় হাইস্কুলের মাঠে ও দাঁইহাটে তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখেন স্নেহাশিস চক্রবর্তী। আগামী ১০ মার্চ কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে হতে চলা তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রস্তুতি সভায় ভিড় ছিল চোখে পড়ার মত। এদিনের সভায় সিপিআই(এম) ও বিজেপি থেকে শ’খানেকের কাছাকাছি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে। তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কাটোয়া ২ ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৪৩ জন বিজেপি ও সিপিএম থেকে যোগ দেন তৃণমূলে। এছাড়াও কাটোয়ার রোন্ডা গ্রাম থেকে প্রায় ৩৭২ জন সিপিএম ও বিজেপি কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …