Breaking News

ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত পূর্ব বর্ধমান জেলা জুড়ে

Attack on the Trinamool Congress Party Office. At Bhita Village (2)

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। লোকসভার ফলাফল গণনার দিন বিজেপি দলের হয়ে রান্না করার অপরাধে এক ব্যক্তির দোকান ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গাংপুর হাটতলায়। দোকান মালিক রামপ্রসাদ বাগ জানিয়েছেনএই সাইকেলের দোকান চালিয়েই তাঁর সংসার চলে। সংসার চালাতে রান্নার কাজও করেন। গণনার দিন বিজেপি দলের পক্ষ থেকে রান্না করার অর্ডার পান। আর তারপরেই শুক্রবার রাতে তার দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। Trinamool Congress leadership in the office of the Superintendent of Police to complain of BJP's attack এদিকেজেলা জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালো জেলা তৃণমুল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত জানিয়েছেনএদিন পুলিশ সুপার না থাকায় তাঁরা মৌখিকভাবে জানিয়েছেন। এই ধরণের ঘটনা রোধে প্রশাসনকে সঠিক ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়েছে। বিজেপির আনা অভিযোগও তিনি অস্বীকার করেছেন। অন্যদিকেবিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেনবিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলীয় নেতাদের দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে বিজেপির নাম করে অশান্তি করছে। Attack on the Trinamool Congress Party Office. At Bhita Village (2) এব্যাপারে দলীয় কর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকভোটের ফলাফল প্রকাশের পর বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করে নেওয়ার ঘটনায় রীতিমত উল্লসিত বাম শিবির। ইতিমধ্যেই তাঁরা এব্যাপারে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোষ্টও করতে শুরু করেছেন। শুধু তাই নয়বিজেপি তৃণমূলের এই দ্বন্দ্বের মাঝে ২০১১ সালে তৃণমূলের বন্ধ করে দেওয়া সিপিএম পার্টি অফিসগুলিও কোথাও কোথাও খুলতে শুরু করে দিয়েছে সিপিএম। 

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *