বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা জুড়ে ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। লোকসভার ফলাফল গণনার দিন বিজেপি দলের হয়ে রান্না করার অপরাধে এক ব্যক্তির দোকান ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গাংপুর হাটতলায়। দোকান মালিক রামপ্রসাদ বাগ জানিয়েছেন, এই সাইকেলের দোকান চালিয়েই তাঁর সংসার চলে। সংসার চালাতে রান্নার কাজও করেন। গণনার দিন বিজেপি দলের পক্ষ থেকে রান্না করার অর্ডার পান। আর তারপরেই শুক্রবার রাতে তার দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে, জেলা জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালো জেলা তৃণমুল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত জানিয়েছেন, এদিন পুলিশ সুপার না থাকায় তাঁরা মৌখিকভাবে জানিয়েছেন। এই ধরণের ঘটনা রোধে প্রশাসনকে সঠিক ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়েছে। বিজেপির আনা অভিযোগও তিনি অস্বীকার করেছেন। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলীয় নেতাদের দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে বিজেপির নাম করে অশান্তি করছে। এব্যাপারে দলীয় কর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিক, ভোটের ফলাফল প্রকাশের পর বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করে নেওয়ার ঘটনায় রীতিমত উল্লসিত বাম শিবির। ইতিমধ্যেই তাঁরা এব্যাপারে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোষ্টও করতে শুরু করেছেন। শুধু তাই নয়, বিজেপি তৃণমূলের এই দ্বন্দ্বের মাঝে ২০১১ সালে তৃণমূলের বন্ধ করে দেওয়া সিপিএম পার্টি অফিসগুলিও কোথাও কোথাও খুলতে শুরু করে দিয়েছে সিপিএম।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …