বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রতিবাদ জানিয়ে এবার অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে। যার অঙ্গ হিসাবে বুধবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রায় ৫ হাজার চিঠি পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে। রাজ্যের বিরুদ্ধে বিজেপি কর্মীদের সরকারী প্রকল্পে বঞ্চনার অভিযোগ এনে একদিকে ধর্মতলায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে যাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তখন এসবের মাঝে এবার পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির নর্থ ব্লকের ঠিকানায় পাঠানো হচ্ছে এই চিঠি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের নেতৃত্বে বর্ধমান হেড পোস্ট অফিস থেকে চিঠি পাঠানো হল অমিত শাহের উদ্দেশ্যে। স্বরাজ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, ১০০ দিনের কাজের বকেয়া বাংলার মানুষের ন্যায্য পাওনা দিচ্ছে না কেন্দ্র। ২০১৪ সালে প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, উল্টে দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে, সঙ্গে জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি যার প্রতিবাদেই এবং বাংলার ন্যায্য প্রাপ্যের দাবীতে এই চিঠি। দাবী না মিটলে আগামীদিনে আরও ব্যপক আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। উল্লেখ্য, এরই পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগেও পাঠানো হয়েছে চিঠি।
Tags All India Trinamool Congress BJP tmc TMCP TMYC Trinamool Trinamool Chatra Parishad Trinamool Chhatra Parishad Trinamool Congress Trinamool Youth Congress
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …