বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসিডিএসের সুপারভাইজারের চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে মহিলার সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতানোয় দুই অভিযুক্ত সোমবার আত্মসমর্পণ করলেন বর্ধমান সিজেএম আদালতে। আত্মসমর্পণকারীদের নাম মঙ্গলময় চৌধুধী ও রেশমি চৌধুরী। গলসি থানা এলাকায় তাদের আদি বাড়ি। বর্তমানে তারা ভাতার থানার কামারপাড়া এলাকায় থাকে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার পাড়হাট গ্রামের ছন্দা ঘোষ বেশ কিছুদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন। পূর্ব পরিচিত রেশমি তাঁকে জানায়, তার স্বামী মঙ্গলময়ের সঙ্গে বড় আমলাদের পরিচয় আছে। স্বামী তাঁর জন্য কিছু ব্যবস্থা করে দিতে পারবে। ২০২১ সালে আইসিডিএসের সুপারভাইজার পদে চাকরির প্রস্তাব দেওয়া হয় তাঁকে। চাকরির জন্য তাঁর কাছ থেকে শিক্ষকতা যোগ্যতার নথিপত্র নেওয়া হয়। চাকরির জন্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা লাগবে বলে তাঁকে জানানো হয়। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে একটি সুপারভাইজার পদের অ্যাপ্রুভাল লিস্ট দেখানো হয়। তাতে তাঁর নাম রয়েছে দেখে আশ্বস্ত হন ছন্দা। এরপর ফেব্রুয়ারি মাসে তিনি ৩ লক্ষ ৭০ হাজার টাকা দেন। কিছুদিনের মধ্যেই তাঁর নিয়োগপত্র চলে আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় তাঁকে। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও নিয়োগপত্র পাননি ছন্দা। টাকাও ফেরত দেওয়া হয়নি তাঁকে। থানায় এবং এসপিকে জানিয়েও ফল না হওয়ায় তিনি সিজেএম আদালতে মামলা করেন। সিজেএম অর্থ আত্মসাত ও প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্তের জন্য ভাতার থানার ওসিকে নিের্দশ দেন। আদালতের নিের্দশে মামলা রুজু করে মঙ্গলময় ও রেশমিকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিস। নোটিস পেয়ে তারা তদন্তকারী অফিসারের কাছে হাজিরাও দেন। আত্মসমর্পণকারীদের আইনজীবী জামিনের সওয়ালে তদন্তে পুলিসকে সহযোগিতা করার কথা তুলে ধরেন। দু’জনের শর্তাধীন জামিন মঞ্জুর করেন সিজেএম।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …