বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আড়াই ফুট উচ্চতার স্ত্রীকে কোলে নিয়ে চিকিৎসা করাতে আসতেন স্বামী। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অসাধ্য সাধনে সুস্থ শিশুর জন্ম দিলেন ডোয়ার্ফ প্রিজম ইন হুইল চেয়ার সিনড্রোমে আক্রান্ত প্রসূতি। শারীরিক গঠনের জন্য তিনি চলতেই পারেন না, তার উপর আবার কার্ডিয়াক পালমোনারি অ্যারেস্ট হওয়ার রিস্ক। প্রতিবন্ধকতাকে অতিক্রম করেও সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাজিমাত। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ। বিরল এই কৃতিত্বের রেকর্ড নথিভুক্ত করণের জন্য প্রস্তুতি বর্ধমান মেডিকেলের। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জামালপুর এলাকার বাসিন্দা শিখা মাঝি জটিল ডোয়ার্ফ প্রিজম ইন হুইল চেয়ার সিনড্রোমে আক্রান্ত। তাঁর শরীরের নিম্নাংশের গঠন স্বাভাবিক নয়। যার ফলে নিজে থেকে তিনি হাঁটাচলাও করতে পারেন না। শারীরিক এই প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের পরিবারের বাধা অতিক্রম করে প্রায় ৩ বছর আগে শিখা মাঝিকে বিয়ে করেন পূর্বস্থলীরই বাসিন্দা শক্তি মাঝি। এরপর গত বছর তিনি সন্তান সম্ভবা হতেই বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক কে পি দাস জটিল পরিস্থিতির কথা বুঝতে পেরেই তাঁদের বর্ধমান মেডিকেলে চিকিৎসা করানোর পরামর্শ দেন। এরপর থেকে বেশ কয়েক মাস ধরে একপ্রকার কোলে করেই স্ত্রী শিখা মাঝিকে চিকিৎসা করাতে নিয়ে আসতেন শক্তি মাঝি। গত মঙ্গলবার প্রসব যন্ত্রণার জন্য শিখাকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হলে সঙ্গে সঙ্গে ৬ সদস্যের চিকিৎসক টিম গঠন করে সিজারের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু যেহেতু শিখা মাঝির উচ্চতা মাত্র আড়াইফুট এবং তাঁর নিম্নাংশই যেহেতু কাজ করে তাই তাঁর সন্তান প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সেক্ষেত্রে কার্ডিয়াক পালমোনারি অ্যারেস্টের ঝুঁকি ছিল। ফলে মা ও সন্তান উভয়েরই জীবন সংকট হত। এখানেই অসাধ্য সাধন করে বাজিমাত করেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক মলয় সরকার, কে পি দাস, এস পি দাস, সুমন্ত ঘোষ মৌলিকদের নিয়ে গঠিত ৬ সদস্যের মেডিকেল টিম। বিকল্প অ্যানেস্থেসিয়া পদ্ধতি অবলম্বন করে সিজার করার সিদ্ধান্ত নেন তাঁরা এবং সাধারণ সময়ের মতো সময় নিয়েই সিজার সম্পূর্ণ করা হয় এবং জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। শারীরিকভাবে বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ। শক্তি মাঝি জানিয়েছেন, শিখাকে বিয়ে করাটা তাঁর কাছে এক চ্যালেঞ্জ ছিল। বিয়ে করার জন্য তাঁকে নিজের বাড়িও ছাড়তে হয়েছে। তবে কোনোদিনই তিনি স্ত্রীকে বোঝা ভাবেন নি। সন্তান সম্ভবা স্ত্রীকে কোলে নিয়েই তিনি বর্ধমানে আসতেন চিকিৎসা করাতে। আজ তাঁরা দুজনই খুব খুশি। কন্যাশ্রী দিবসের দিন সরকারি হাসপাতালে কন্যার জন্ম হওয়ায় প্রাথমিক ভাবে কন্যার নাম ‘কন্যাশ্রী’ রাখার ইচ্ছা শিখার।
Tags Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video Dwarf prism in wheelchair syndrome East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News Kanyashree Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …