বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী শুরু হল বর্ধমানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন মডেলকে তুলে ধরেন। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অদ্রিজা গুহ এবং শ্রীতমা রায়রা তৈরী করেছেন, রাস্তায় স্ট্রীট ল্যাম্পের খরচ কমানোর কৌশল। এদিন সেই মডেলকে তুলে ধরে তারা জানিয়েছেন, এই পদ্ধতি সরকার ব্যবহার করলে সরকারের রাস্তার আলো বাবদ খরচ অনেকটাই কমবে। সিলুট বসন্তপুর হাইস্কুলের দুই দশম শ্রেণীর ছাত্র আতাউর মণ্ডল, অভিষেক হালদাররা তৈরী করেছে স্বয়ংক্রিয় চালকবিহীন বৈদ্যুতিন ট্রেন। তাদের দাবী, সরকার এই ধরণের ট্রেন ব্যবহার করলে খরচ কমবে চালক বা অন্যান্য কর্মী নিয়োগের। একইসঙ্গে স্বয়ংক্রিয় হওয়ায় ট্রেন লেটের ঘটনা ঘটবে না। নির্দিষ্ট সময়েই ট্রেন চলবে। এদিন সভাধিপতি জানিয়েছেন, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে যে বিজ্ঞান চেতনা সুপ্ত রয়েছে এই বিজ্ঞান মেলার মাধ্যমে সেগুলিকেই তুলে ধরার চেষ্টা করছে সরকার। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে বুধবার পর্যন্ত চলবে এই বিজ্ঞান মেলা।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …