গলসী (পূর্ব বর্ধমান) :- রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল একই গ্রামের ২ মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসী ১ ব্লকের পারাজ রেল স্টেশনে। মৃত দুই মহিলার নাম মানু বাউরী(৪৯) ও তপি বাউরী (৪৬)। তাঁরা দুজনেই গলসীর কোলকোল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুই মহিলার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর পাওয়া মাত্রই রেল পুলিশ ও গলসী থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ওই দুই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো? নাকি একসাথে ওই দুই মহিলা আত্মঘাতী হয়েছেন? তা অবশ্য জানা যায়নি। ইতোমধ্যেই রেল পুলিশ-সহ গলসী থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। সাতসকালেই ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। দুই মহিলার মৃত্যুতে গলসীর কোলকোল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …