Breaking News

বর্ধমানের খক্কর শাহ্‌ দরগায় তালা দেওয়া নিয়ে চাপানউতোর তৃণমূল বিজেপিতে

Unknown person locked the Hazrat Pir Khakkar Shah Dargah. Police reached the spot broke the lock. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার ধর্মীয় স্থানের দখলদারী নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হল টানাটানি। জানা গেছেসোমবার সকালে বর্ধমান শহরের ঐতিহ্যবাহী হযরত পীর খক্কর শাহ্‌ দরগায় তালা দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কে বা কারা মাজারের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় গোটা এলাকায় উত্তেজনা দেখা দিল। স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খান জানিয়েছেনবেশ কিছুদিন ধরেই এই মাজারের কর্তৃত্ব দখল করার জন্য স্থানীয় কিছু বিজেপি নেতা চেষ্টা চালাচ্ছিল। তিনি দাবী করেছেনএই কাজ বিজেপিরই। উল্লেখ্যএই খক্কর শাহ্‌ মাজার সমস্ত সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র জায়গা হিসাবে চিহ্নিত। Unknown person locked the Hazrat Pir Khakkar Shah Dargah. Police reached the spot broke the lock. At Burdwan Town সম্প্রতি লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়া থেকে তৃণমুল প্রার্থী মমতাজ সংঘমিতাও এই মাজারে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেছেন। সেই মাজারে তালা ঝোলানোয় সোমবার সকালে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হাজির হয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তালা ভেঙে দেয়। যদিও এব্যাপারে বিজেপি নেতা শ্যামল রায় জানিয়েছেনএই ঘটনার সঙ্গে বিজেপি মোটেই জড়িত নয়। এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল।তৃণমূলের একটি দল ওই পবিত্র ধর্মীয় স্থানের দখল নিতে চাইছে।

Unknown person locked the Hazrat Pir Khakkar Shah Dargah. Police reached the spot broke the lock. At Burdwan Town Unknown person locked the Hazrat Pir Khakkar Shah Dargah. Police reached the spot broke the lock. At Burdwan Town

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *