পূর্বস্থলী (পূর্ব বর্ধমান):- রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে চলা রেশন কার্ডের ভুল সংশোধন ও নতুন রেশন কার্ড তৈরির বিশেষ শিবিরের লাইনে চরম বিশৃঙ্খলা। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলি কিষান মান্ডিতে। এদিন সুবিধা নিতে আসা উত্তেজিত জনতা শিবিরের টেবিল চেয়ার উল্টে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এখানে নির্দিষ্ট ফর্ম পাওয়া যাচ্ছে না। প্রতিদিন দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়। অথচ ফর্ম বাইরে চলে যাচ্ছে। এই অভিযোগ নিয়ে ক্ষোভবিক্ষোভ চলার সময়ই শুরু হয় পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ। পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ করে বলে অভিযোগ।
Tags ration ration card
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …